বিষধর গোখরো সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

0
1010

তপন:–তপনের দাড়ালহাটে একটি বাড়ি থেকে বিশালাকৃতির বিষধর গোখরো সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।
শুক্রবার বিকেলে তপন ব্লকের দ্বীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের দাড়ালহাট জমিনিশ্চিনতার বাসিন্দা বাবলু সরকারের বাড়ি থেকে বিশালাকৃতির ওই বিষধর সাপটি উদ্ধার করেন বালুরঘাট পুরসভার কর্মী তথা সর্প বিশারদ কুন্তল মালাকার এবং সঞ্জয় সূত্রধর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাড়ালহাট জমিনিশ্চিনতার বাসিন্দা বাবলু সরকারের বাড়িতে এদিন ওই বিশালাকৃতির সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। সাপটি বিষধর সাপ সন্দেহে তড়িঘড়ি বালুরঘাটের সর্প বিশারদ কুন্তল মালাকার এবং সঞ্জয় সূত্রধরকে খবর দেওয়া হয়।

তাঁরা দুজনেই বালুরঘাট থেকে এসে বিশালাকৃতির ওই সাপটি উদ্ধার করেন এবং জানান সাপটি বিষধর গোখরো প্রজাতির।

পাশাপাশি এলাকাবাসীদের সাপ বিষয়ে সচেতন করেন তারা।

সাপটি উদ্ধার করে নিয়ে যান তারা এবং জানান সাপটি বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here