জলপাইগুড়ি, জানুয়ারি ২০:- বিয়ে বাড়ি যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সঙ্গে 13 জনের, যার মধ্যে চারজন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি- ময়নাগুড়ির মাঝে জলঢাকা ব্রিজের কাছে। স্থানীয় সূত্রে খবর, ওদলাবাড়ি, ময়নাগুড়ি, হুসলুডাঙ্গা প্রভৃতি এলাকা থেকে দুটো ছোট গাড়িতে করে জলঢাকা এলাকায় বৌভাতের উদ্দেশ্যে বেশকিছু মানুষ রওনা দিয়েছিলেন। জলঢাকা ব্রিজের কাছে একটি পাথরবোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ছোটো গাড়ি দুটির উপর পড়ে যায় বলে সূত্রের খবর। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৩ জনের। স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। চারজনকে ধূপগুরি হাসপাতাল এবং ১২ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের শিলিগুড়ি রেফার করা হয়েছে। বুধবার সকাল বেলা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী। তিনি বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জলপাইগুড়ি বুকে ধরনের দুর্ঘটনায় প্রথম বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাচ্ছেন বলে তিনি জানান। পাশাপাশি সরকার পরিবারগুলোর পাশে আছে বলে জানান তিনি। এদিন দুর্ঘটনাস্থল যান সৌরভ বাবু।