বিভিন্ন দাবি-দাওয়া ভিত্তিতে গঙ্গারামপুর মহকুমা আদালতে বার অ্যাসোসিয়েশনের সদস্য আইনজীবীরা নতুন কোট বিল্ডিং চালু করার দাবিতে সমস্ত কোট বয়কট করে আন্দোলনে নামতে চলেছে
শীতল চক্রবর্তী, বুনিয়াদপুর ,6 জুন ,দক্ষিণ দিনাজপুর:———–পুরনো আদালতে নানা সমস্যার কারণে কাজ করতে চাইছেন না মহকুমার আদালতের আইনজীবীরা। নতুন বিল্ডিং এর কাজ করার দাবি জানিয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ করে মঙ্গলবার থেকে সমস্ত কোট বয়কট করে বড়োসড়ো আন্দোলনের পথে হাঁটতে চলেছে বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতের আইনজীবীরা তাদের বার অ্যাসোসিয়েশন সংগঠনের তরফে নতুন কোর্ট বিল্ডিং চালুর দাবিতে এমনি আন্দোলনে নামা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার থেকেই বুনিয়াদপুর মহকুমা আদালতের আইনজীবীরা সমস্ত কোর্ট বয়কট করবেন বলে সূত্রে জানা গিয়েছে। দূত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন মহকুমার সমস্ত বাসিন্দারাও গঙ্গারামপুর মহাকুমার আদালত বুনিয়াদপুরে চালু হওয়ার পর থেকেই তা চলছে ভাড়া বাড়িতে। সেখানে গঙ্গারামপুর মহাকুমার চারটি ব্লকের পাশাপাশি দুটি পৌরসভা এলাকার হাজার হাজার মামলার বিচার সেখানে হয়ে থাকে। গঙ্গারামপুর মহাকুমার আদালত বুনিয়াদপুরে নেহাতি আইনজীবী সংখ্যা কম নয়। মহকুমা আদালতের আইনজীবী ও বার অ্যাসোসিয়েশন সদস্যদের অভিযোগ, পুরনো কোট বিল্ডিং এর অবস্থা খুবই খারাপ। তাছাড়া আইনজীবীদের বসার জায়গা থেকে শুরু করে বিচারপ্রার্থীরা ও নানা ধরনের সমস্যা নিয়ে এখানে আসলে তাদের বসার পর্যন্ত জায়গা থাকে না। সেই সমস্যাগুলো দূর করার জন্য পুরনো কোট বিল্ডিং এর পাশেই বিরাট আকারের মহকুমা আদালতে তৈরি করা হয়। কিন্তু দীর্ঘ বছর পার হয়ে গেলেও নানা জটিলতার কারণে কোট বিল্ডিং আজও চালু হয়নি বলে জানা গেছে। এর ফলে বেশির ভাগ অংশই নতুন বিল্ডিং তৈরি হয়ে পড়ে থাকার কারণে অনেক কিছুই নষ্ট হতে বসেছে বলে সূত্রে জানা গেছে। বুনিয়াদপুর মহকুমা আদালতের বার এসোসিয়েশনের আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে যে, বহুদিন ধরে এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন জায়গায় সংগঠনের তরফে লিখিত আবেদন জানানোর পরেও সমস্যার সুরাহা হয়নি।তাই মহকুম আদালতের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা এবারে বড় আন্দোলনের পথে হাঁটতে চলেছেন। গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মানবেশ রায় জানিয়েছেন, বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে আইনজীবিদের। মঙ্গলবার থেকে সমস্ত কোট বয়কট করে নতুন বিল্ডিং চালুর দাবি জানিয়ে আন্দোলন করা হবে। আইনজীবীদের এমন আন্দোলনের ফলে যে কোর্টের বিচার ব্যবস্থা এই কয়দিন সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সে ব্যাপারে বলার অপেক্ষা রাখে না।এখন দেখার আইনজীবিদের এই সমস্যা সমাধানে নতুন বিল্ডিং চালু করার জন্য দ্রুত কি ব্যবস্থা না হয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলেই।