বিভিন্ন জায়গার পাশপাশি সরস্বতী পুজোয় মাতলেন তপনের কড়ই চেঁচড়া গ্রামের অগ্নিশিখা ক্লাব ও নয়াবাজারের দেশবন্ধু ক্লাবের কর্মকর্তারা

0
278

বিভিন্ন জায়গার পাশপাশি সরস্বতী পুজোয় মাতলেন তপনের কড়ই চেঁচড়া গ্রামের অগ্নিশিখা ক্লাব ও নয়াবাজারের দেশবন্ধু ক্লাবের কর্মকর্তারা।
তপন ব্লকের প্রত্যন্ত এলাকা কড়ই চেঁচড়া। প্রতিবছর গ্রামের অগ্নিশিখা ক্লাবের কর্মকর্তারা সরস্বতী পুজোর আয়োজন করে থাকে। এবছরও তাঁর ব্যতিক্রম হয়নি। এবছর প্রায় পাঁচ হাত উচ্চতার সরস্বতী প্রতিমা বানিয়ে গ্রামবাসীদের কাছে চমক তুলে ধরেছেন। দুপুর গড়াতে অঞ্জলি দিতে সেখানে ভিড় জমে। এবছর পুজোর দায়িত্ব সামলেছে ক্লাবের অন্যতম কর্মকর্তা রন্তু বসাক,পিয়েল বসাক,সুদীপ বসাকরা।

অপর দিকে কড়ই চেঁচড়া ইন্টিগ্রেস্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ধুমধাম সহকারে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নয়াবাজার দেশবন্ধু ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পুজোর আয়োজন করা হয়।এক সময় ক্লাবের কর্মকর্তারা ধুমধাম সহকারে পুজো করতেন। সারাবছর তাদের সামাজিক কাজকর্ম চলত। কিন্তু মাঝে সেটি বন্ধ ছিল।এবছর তারা সরস্বতী পুজোয় মাতেন। পুজোয় অংশ নিয়েছিলেন ক্লাব সম্পাদক তথা আজমাতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রামপ্রসাদ রায়,ক্লাব সভাপতি হরিপদ সরকার,কোষাধ্যক্ষ সুকুমার সরকার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here