রবিবার সন্ধ্যায় পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েত মাঠ সংলগ্ন প্রাঙ্গনে হয়ে গেল লোকসভা নির্বাচনের উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি র সমর্থনে তৃণমূল কংগ্রেসের রবিবাসরীয় জনসংযোগ কর্মসূচির শেষ প্রচার | জানাযায় রবিবার সারাদিন পুরাতন মালদা পৌরসভার ২০টি ওয়ার্ড ছাড়াও বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচি করে ভোট প্রচার করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি | এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন ব্যানার্জি ছাড়াও ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর আশীষ কুন্ডু, মালদা জেলা তৃণমূলকংগ্রেস সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস,পুরাতন মালদা ব্লক প্রেসিডেন্ট রবিন দাস সহ আরো তৃণমূল নেতাকর্মীরা | আজকের এই জনসংযোগ কর্মসূচিতে এসে উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জি বলেন গত ৫ বছরে এখানকার সাংসদ কোনো কাজ করেননি | মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছেন যাতে তৃণমূল কংগ্রেস জিতুক যাতে আবার কাজ হয় এবং আমরা কাজ চাই এটাই অঙ্গীকার