বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুররে কালদীঘি পদাতিক ক্লাবের ৭৫ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হলো

0
268

বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুররে কালদীঘি পদাতিক ক্লাবের ৭৫ তম স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন হলো, হাসপাতালে হুইলচেয়ার ও ট্রলি বিলি করা হয়েছে ক্লাবের তরফে


শীতল চক্রবর্তী গঙ্গারামপুর ১৫ই আগস্ট দক্ষিণ দিনাজপুর।
একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে কালদিঘির নামকরা ক্লাবে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হলো। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘী পদাতিক ক্লাবের এই জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার। সেখানে ক্লাবের সম্পাদক আনন্দ দাস সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতাকর্মীর উপস্থিত ছিলেন। ক্লাবের তরফে হাসপাতালে দুটি হুইলচেয়ার ও দুটি ট্রলি বিলি করা হয়।

গঙ্গারামপুর কালদিঘিরে পদাতিক ক্লাব সারা বছর ধরেই মানুষজনদের পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে থাকে। সেটা রক্তদান থেকে শুরু করে বস্ত্র দান বা গরিব মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতায় হাত বাড়িয়ে দেওয়া।
সোমবার কালদিঘী পদাতিক ক্লাবের ৭৫ তম বর্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা তৃণমূলের সভাপতি মৃণাল সরকার, ক্লাবের পতাকা উত্তোলন করেন ক্লাব সম্পাদক তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক আনন্দ দাস। সেখানে তৃণমূল নেতা আনোয়ার হোসেন, নুরুল ইসলাম, সঞ্জয় সরকার, ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক তথা কালদিঘী পদাতিক ক্লাবের সম্পাদক আনন্দ দাস জানিয়েছেন, ৭৫ বছর স্বাধীনতা দিবসে বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করানো হয়েছে। সেই সঙ্গে হাসপাতালে দুটি হুইলচেয়ার ও টলি সাইকেল করা হয়েছে। আমরা সারা বছরই মানুষজনের জন্য কাজ করে যাব।
ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here