বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালন করা হল সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোটার্স এসোসিয়েশনের তরফে
গঙ্গারামপুর ২৬ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর-জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠনের তরফে বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালন করা হল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে অবস্থিত জেলার মধ্যে উল্লেখযোগ্য সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোটার্স এ্যাসোসিয়েশনের তরফে জাতীয় পতাকা ও ক্লাবের পতাকা উত্তেলন, গান্ধীজী, নেতাজী, বিআর আম্বেদকরের ছবিতে মাল্যদান সহ বিভিন্ন ধরনের কর্মসুচি পালন করা হয়।সেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলারান সহ সাংবাদিকদের ক্লাব সংগঠনের সভাপতি, সম্পাদক, কবি সাহিত্যিক, ব্যবসায়ী থেকে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
২০১৫ সালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর থেকেই সাংবাদিকদের সংগঠন সাবডিভিশনাল রিপোটার্স অ্যাসোসিয়েশনের সুচনা হয়। ৩১ডিসেম্বর বেশ ঘটা করে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজী মার্কেটের দ্বিতলে এই ক্লাবের উদ্ধোধন করা হয়েছে। জেলার প্রায় ৩৯জনের বেশি দৈনিক বিভিন্ন সংবাদপত্রের সাংবাদিকদের পাশাপাশি কবি সাহিত্যিক জেলার মধ্যে উল্লেখযোগ সাংবাদিকদের সংগঠনের সঙ্গে যুক্ত আছেন বলে খবর। যারা সাধারন মানুষজনদের পাশে থেকে সব সময় কাজ করে গিয়েছেন। এদিন সাংবাদিকদের ক্লাবের তরফে গঙ্গারামপুর শহরের চিত্তরঞ্জন সবজী মার্কেটের অফিস ঘরের সামনে সাংবাদিকের সংগঠনের ক্লাবের সামনে ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালন করা হল। জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্টানের সুচনা করা হয়। জাতীয় পতাকা উত্তেলন করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ক্লাবের পতাকা উত্তেলন করেন সাংবাদিকদের ক্লাবের জেলা সভাপতি তথা সাংবাদিক চয়ন হোড়। গান্ধীজি, বিআর আম্বেদকর, নেতাজী সুভাষচন্দ্র বোসের ছবিতে মাল্যদান করেন ক্লাবের জেলা সম্পাদক শীতল চক্রবর্তী ক্লাব সভাপতি চয়ন হোড়, ক্লাবের সহ সম্পাদক পিন্টু কুন্ডু ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিল্পব হালদার, অফিস সম্পাদক বাবাই সূত্রধর, ক্লাবের কোষাধক্ষ অমল দাস,ক্লাবের সহ সভাপতি নারায়ন বসাক, চিত্র সাংবাদিক বাসুদেব দাস,কবি অজিত ঘোষ, জয়ন্ত চক্রবর্তী বহু ব্যবসায়ী শিক্ষক, থেকে শুরু করে গঙ্গারামপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালনের জন্য সাংবাদিকদের সংগঠনের তরফে জাতীয় পতাকা উত্তেলনের জন্য আমাকে ডাকা হয়েছিল।এমন অনুষ্টানে এসে আমার খুবই ভালো লাগছে। তাছাড়া এই ক্লাবের সদস্যরা সব সময় মানুষজনদের পাশে থেকে কাজ করে যাবে বলে আমি আশা রাখছি।
সাংবাদিকদের ক্লাবের জেলা সম্পাদক তথা সাংবাদিক শীতল চক্রবর্তী জানিয়েছেন, আমাদের সাংবাদিকদের ক্লাবের তরফে ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালন করা হয়েছে। সাংবাদিকদের ক্লাবের তরফে এমন অনুষ্টানের পাশাপাশি সব সময় মানুষজনেদের পাশে থেকে কাজ করে যাব।
সাংবাদিকদের ক্লাবের জেলা সভাপতি তথা চিত্র সাংবাদিক চয়ন হোড় জানিয়েছেন,প্রতি বছরের মত এবছরটি আমরাও
২৬জানুযারি ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালন করা হল।যা আগামী দিনেও পালন করা হবে। সাংবাদিকদের সংগঠনের তরফে ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালন করার দিনে সকলের উপস্থিতি ছিল ভালোই।
Home উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে ৭৫তম সাধারনতন্ত্র দিবস পালন করা হল সাংবাদিকদের সংগঠন...