বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুর পৌরসভার ১৮নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে বাইক মিছিল করা হয়, মিছিলে ভিড় হয়েছিল ব্যাপক গঙ্গারামপুর ২৩ এপ্রিল দক্ষিণ দিনাজপুর। তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিল ও বাইক মিছিল করল ওয়ার্ড নেতৃত্বরা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৮নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বরা পুরো ওয়ার্ড পরিক্রমা করেন। ওয়ার্ডের তৃণমূল নেতারা জানিয়েছেন, বিপ্লব মিত্রের সমর্থনে এমন প্রচারে মানুষজদের যথেষ্ট সাড়া পড়েছে। উন্নয়নকে সামনে রেখে আমাদের দলের প্রার্থী জয়লাভ করবে। গঙ্গারামপুর পৌরসভা ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূলে শক্তিশালী ঘাঁটি। ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে জেলার ভূমিপুত্র তথা রাজ্যের মধ্যে বিপ্লব মিত্রকে। সোমবার বিকেলে বিপ্লব মিত্রের সমর্থনে ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে এক বাইক মিছিল পুরো ওয়াড পরিক্রমা করে। যে মিছিলের নেতৃত্ব দেন ১৮নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি অঞ্জন চক্রবর্তী,১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা আনোয়ার হোসেন । মিছিলটি ১৮ নম্বর ওয়ার্ডের পার্টি অফিস থেকে শুরু হয়। যে মিছিলে পা মেলান ওয়ার্ডের হাজার খানিকের উপরে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অঞ্জন চক্রবর্তী জানিয়েছেন, দলের প্রার্থীর হয়ে প্রচার করা হলো ওয়ার্ড এর বিভিন্ন এলাকায়। জয় লাভ আমরাই করব। এ বিষয়ে ১৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির অন্যতম তৃণমূল কংগ্রেস নেতা আনোয়ার হোসেন জানিয়েছেন , মানুষ জন উন্নয়নের সঙ্গে রয়েছে।প্রচারে ব্যাপক সাড়া পেয়েছি, এই ওয়ার্ড থেকে প্রচুর ভোটে লিড পাবে শাসকদলের প্রার্থী। এদিনের তৃণমূল কংগ্রেসের মিছিলে ভিড় হয়েছিল ব্যাপক।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বিপ্লব মিত্রের সমর্থনে গঙ্গারামপুর পৌরসভার ১৮নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির তরফে বাইক...























