বিধায়ক নির্বাচিত হলে কী কী করবেন কানাইয়ালাল আগরওয়াল?

0
451

রায়গঞ্জ:–বিধায়ক নির্বাচিত হলে কী কী করবেন কানাইয়ালাল আগরওয়াল? ইস্তেহার প্রকাশ করে জানালেন তিনি

বাড়ী বাড়ী বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া সহ নির্বাচনী ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কানাইয়ালাল আগরওয়াল। নির্বাচনের আগে ১১ দফা অঙ্গীকার পত্র প্রকাশ করলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। শুক্রবার দলীয় কার্যালয়ে নেতৃত্বকে পাশে নিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন তিনি। বিধায়কের নিজস্ব দপ্তর নির্মাণ তৈরি করার পাশাপাশি ১১টি অঙ্গিকার করেন তিনি। তার মধ্যে অন্যতম বাড়ী বাড়ী পানীয় জল পৌঁছে দেওয়া ও রায়গঞ্জে ওভারব্রিজ নির্মাণ করা।

একনজরে দেখে নিন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের ১১টি প্রতিশ্রুতিঃ

১. রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা নিয়ে উন্নত পর্যায় পৌঁছে দেওয়া।

২. রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত জায়গায় নিয়ে যাওয়া।

৩. রায়গঞ্জে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা।

৪. রায়গঞ্জে মহিলা কলেজ স্থাপন করা।

৫. রেললাইনের ওপর ওভার ব্রিজ তৈরী করা।

৬. হকারস্ মার্কেট তৈরী করি।

৭. রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া।

৮. রায়গঞ্জের বিধায়কের স্থায়ী অফিস নির্মাণ করা।

৯. বাহিন– গৌরী সংযোগকারী কুলিক নদীর ওপর ব্রিজ নির্মাণ।

১০. রায়গঞ্জ থেকে বারসই পর্যন্ত বাংলা– বিহার রাস্তা নির্মাণ।

১১. তপশিলি উপজাতির জন্য স্বনির্ভর প্রকল্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here