বিধায়িকার অনুরোধে মুখ্যমন্ত্রী কুশমন্ডিতে করলেন কমিউনিটি হল

0
87

বিধায়িকার অনুরোধে মুখ্যমন্ত্রী কুশমন্ডিতে করলেন কমিউনিটি হল, উদ্বোধন করলেন মন্ত্রী উদায়ন

শীতল চক্রবর্তী কুশমন্ডি ২৮শে জানুয়ারি।কয়েক কোটি টাকার উপরে খরচ করে কমিউনিটি হলের উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডিতে। মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহের হাত দিয়ে ফিতে কেটে কমিউনিটি হলের উদ্বোধন করা হয়।যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন , জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, জেলাশাসক বিজিন কৃষ্ণা ,সহ একাধিক প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার কুসমুন্ডি, যেখানে বহুদিন ধরে কোন ভালো মানের কমিউনিটি হল ছিল না, যার ফলে একাধিক সমস্যার মধ্যে পড়তে হত সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল ও প্রশাসনের। যে বিষয়টি নিয়ে কুশমন্ডির বিধায়ক রেখা রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানালে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি আধুনিক মানের কমিউনিটি হল তৈরির নির্দেশ দেন।যার পরেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় ৪ কোটি ১৫ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয় করে কমিউনিটি হল তৈরি করা হয়। মঙ্গলবার সেই কমিউনিটি হলের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন , জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা ,কুশমন্ডির বিধায়িকা রেখা রায় সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা।
এদিন নারকেল ফাটিয়ে ও ফিটে কেটে কুশমন্ডির কমিউনিটি হলের উদ্বোধন করা হয়।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ বলেন, “সমস্যা সমাধানে মানুষজনদের পাশে আমাদের সরকার রয়েছে। প্রকল্পের দরজা খুলে যাওয়ায় অনেকেই সুবিধা পাবে”।
কুশমন্ডির বিধায়িকা রেখা রায় বলেন, কমিউনিটি হলের সমস্যাটি মুখ্যমন্ত্রীর নজর আনা হয়েছিল।উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের টাকায় কাজ শেষের পরে উদ্বোধন করা হলো।অনেক সমস্যার সমাধান হলো”। কুশমন্ডির বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় এমন একটি প্রকল্প কুশমন্ডিতে চালু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সকলেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here