বিধায়কের বিরুদ্ধে নাম না করে ব্যানার, তীব্র রাজনৈতিক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে

0
56

উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে বিধায়কের বিরুদ্ধে নাম না করেই ব্যানার পড়াকে ঘিরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল ও যুব সভাপতি কৌশিক গুণের ছবি ব্যবহার করা হয়েছে।ব্যানারে লেখা রয়েছে— “জনগণের রায় মানতে হবে, ব্যর্থ বিধায়ককে যেতে হবে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করণদীঘির পঞ্চায়েত সমিতির সদস্য সেফাত আলী সরাসরিই এই ব্যানার লাগাচ্ছেন।করণদীঘির পাশাপাশি ওই ব্লকের ই টুঙ্গিদিঘী, বোতলবাড়ি, দোমোহনা, রসাখোয়া, ভুলকি-সহ একাধিক এলাকায় বিভিন্ন ধরনের ব্যানার লাগানো হয়েছে। একযোগে বিভিন্ন এলাকায় এই ব্যানার পড়ায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।এ প্রসঙ্গে করণদীঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ সিনহা বলেন, “ সেফাতের বিজেপির সাথে যোগসূত্র আছে । জেলা সভাপতি কে জানিয়েছি। উনি নির্দেশ দিলেই দল থেকে বের করে দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here