রায়গঞ্জ:-বিধানসভা ভোটের আগে ভূমিহীন মানুষদের জন্য কল্পতরু হয়ে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সম্প্রতি তিনি ঘোষণা করেছেন সমস্ত ভূমিহীন মানুষকে পাট্টা দেবে রাজ্য সরকার। সেই মতো বুধবার রায়গঞ্জ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে ১৬ টি পরিবারের হাতে পাট্টার নথিপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলাশাসক কাজল কান্তি সাহা, রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দে, ওয়ার্ড কাউন্সিলর পায়েল সাহা মণ্ডল, তৃণমূল রাজ্য সম্পাদক অসীম ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘদিন বাদে বসতভিটের দলিল হাতে পেয়ে স্বভাবতই খুশি পাট্টা প্রাপকেরা।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বিধানসভা ভোটের আগে ভূমিহীন মানুষদের জন্য কল্পতরু হয়ে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা...