বিধানসভা নির্বাচন পার হয়ে যাওয়ার ৯ মাস পরেও বাস ভাড়া বাবদ বকেয়া টাকা না পাওয়ায় চরম সমস্যায় উত্তর দিনাজপুর জেলার বাস মিনিবাস মালিকেরা।

0
313

উত্তর দিনাজপুর:-বিধানসভা নির্বাচন পার হয়ে যাওয়ার ৯ মাস পরেও বাস ভাড়া বাবদ বকেয়া টাকা না পাওয়ায় চরম সমস্যায় উত্তর দিনাজপুর জেলার বাস মিনিবাস মালিকেরা।প্রশাসন দ্রুত বকেয়া ৯ লক্ষ টাকা প্রদান না করলে সরকারি কোনও কাজে বাস বা কোনও যানবাহন না দেওয়ার হুমকি দিল উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যদিও এব্যাপারে জেলা প্রশাসন কোনও মন্তব্য করতে নারাজ।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য উত্তর দিনাজপুর জেলা প্রশাসন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছ থেকে ১২৭ টি বাস ভাড়া নিয়েছিল। ৩৪ টি গাড়ি চার দিনের জন্য, ৮২ টি তিন দিনের জন্য এবং ১১ টি গাড়ি দুদিনের জন্য নির্বাচনের কাজে ভাড়া নিয়েছিল জেলা নির্বাচন কমিশন তথা জেলা প্রশাসন। প্রতি গাড়ি ভাড়া বাবদ ২৩০০ টাকা ধার্য করে প্রশাসন। গাড়ির চালক ও সহকারীকে ৯০০ টাকা সাথে সাথেই গাড়ির মালিকদের পেমেন্ট করে দিতে হয়। অথচ বিধানসভা নির্বাচন পার হয়ে যাওয়ার ন’মাস পার হয়ে গেলেও এখনও জেলা প্রশাসন থেকে গাড়ি ভাড়া বাবদ প্রাপ্য সাড়ে নয় লক্ষ টাকা পাওয়া যায়নি। উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন প্রামানিক জানিয়েছেন এমনিতেই করোনা আবহে তাদের গনপরিবহন ব্যাবস্থা ক্ষতির মুখে। তারমধ্যে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন নির্বাচনের জন্য নেওয়া বাসের ভাড়া না প্রদান করায় চরম সমস্যায় পড়েছেন বাস মালিকেরা। জেলা নির্বাচন আধিকারিক তথা উত্তর দিনাজপুর জেলাশাসককে বিষয়টি লিখিত ভাবে জানানো হলেও কোনও ব্যাবস্থা হয়নি। অবিলম্বে বিধানসভা নির্বাচনের কাজে ব্যাবহৃত গাড়ির ভাড়া প্রদান না করা হলে কোনও সরকারি কাজে আর বাস দেওয়া হবেনা বলে জানিয়েছে উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here