বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সীমান্তে মৃত্যু বিএসএফ জওয়ানের, শোকের ছায়া ৫৭ নম্বর ব্যাটেলিয়নে
বালুরঘাট, ১০ আগষ্ট —— সীমান্তে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক বি এস এফ সেনা জওয়ানের। মর্মান্তিক ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের দোল্লাকুড়ি বিওপি এলাকার। ভারত-বাংলাদেশ সীমান্তের দায়িত্বে থাকা ৫৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জেনারেটর ইলেকট্রিসিয়ান স্বপ্ননীল এস সোনাওয়ানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান। বাড়ি মহারাষ্ট্রের জলগাও জেলার গুধে এলাকায়।
বিএসএফ সূত্রে খবর, সেদিন সন্ধ্যায় সীমান্তের একাধিক লাইট হঠাৎ নিভে যায়। খবর পেয়ে দোল্লাকুড়িতে পৌঁছে মেরামতির কাজে হাত দেন স্বপ্ননীল। কাজ চলাকালীন আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহকর্মীরা তড়িঘড়ি বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
ওই সেনা জওয়ানের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ৫৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নে। রবিবার বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর কফিনবন্দী দেহ স্বপ্ননীলের পরিবারের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএসএফ কর্তৃপক্ষ। তবে এ নিয়ে মুখ খুলতে নারাজ পদস্থ আধিকারিকরা। সীমান্তে দায়িত্ব পালন করতে গিয়ে সহকর্মীর মৃত্যুতে ব্যথিত জওয়ানরা জানাচ্ছেন, “অভিযানে বা সংঘর্ষে নয়, ইলেকট্রিকের সমস্যায় কেড়ে নিল আমাদের সাথীকে।”