বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠিকা কর্মীর,শোকের ছায়া হরিরামপুরের ডাঙ্গাপাড়ায়

0
148

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঠিকা কর্মীর,শোকের ছায়া হরিরামপুরের ডাঙ্গাপাড়ায়
শীতল চক্রবর্তী
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক বিদ্যুৎ বন্টন সংস্থার অস্থায়ী ঠিকা কর্মীর। মৃতের নাম নাজিমুল রহমান (৩৫), বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের ডাঙ্গাপাড়া গ্রামে।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে হরিরামপুরের পাওয়ার হাউস এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। খবর পেয়ে নাজিমুল বিদ্যুৎ সচল করার কাজে যান। সেই সময় ১১ হাজার ভোল্ট লাইনের মেরামতির সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
সহকর্মীরা তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হরিরামপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুরে হরিরামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।
গ্রামের বাসিন্দা ও সহকর্মীরা জানিয়েছেন, “দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগের ঠিকা কর্মী হিসেবে কাজ করতেন নাজিমুল। হঠাৎ এমন মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না।” হরিরামপুর থানার আইসি জানিয়েছেন,”মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে।পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” ঘটনায় মৃতের পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here