কোচবিহার:- বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ভিতরে আটকে রেখে গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ পূর্ব ফলিমারী এলাকার বাসিন্দাদের। সোমবার তুফানগঞ্জের বক্সিরহাট বিদ্যুৎ দপ্তরের ঘটনা । বিক্ষোভকারীদের দাবি, তুফানগঞ্জ ২ নং ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের পূর্ব ফলিমারী এলাকায়” সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছিল গ্রামের প্রতিটি বাড়িতে।
এমনকি মোবাইল চার্জ দিতে যেতে হচ্ছে ভিন রাজ্যে অসমে । বর্তমানে, সোলার প্যানেল খারাপ হয়ে যাওয়ার পাশাপাশি নষ্ট হয়ে গেছে সোলারের ব্যাটারি। সমস্যায় পড়েছেন ওই এলাকার প্রায় ২৪০০পরিবার। বিদ্যুৎ দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই না হওয়ায় এদিন বিদ্যুৎ দপ্তরের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার পুলিশ।পড়ে পরিস্থিতি স্বাভাবিক করে ।