বিদ্যালয়গুলিতে নেই স্যানিটাইজারের বাবস্থা, এই অবস্থাতেই বিতরণ করতে হচ্ছে মিড ডে মিলের সামগ্রী।

0
623

উত্তর দিনাজপুর:–বিদ্যালয়গুলিতে নেই স্যানিটাইজারের বাবস্থা, নেই হাতের গ্লাভস আর মুখের মাস্ক অথচ ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে এই অবস্থাতেই বিতরণ করতে হচ্ছে মিড ডে মিলের সামগ্রী। ক্ষোভের সঞ্চার হয়েছে উত্তর দিনাজপুর জেলার শিক্ষক মহলে। অবিলম্বে স্কুলগুলিতে স্যানিটাইজার ও মাস্ক দেওয়ার দাবি নিয়ে জেলার বিডিওদের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। শুক্রবার রায়গঞ্জ বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার পর শনিবার করনদিঘী সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্যানিটাইজার ও মাস্ক প্রদানের দাবিতে ডেপুটেশন দিলেন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা।

তৃনমুল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান সহ অনুপ বসাক, কালু পাল, দীনেশ সিনহা সহ শিক্ষক সংগঠনের নেতৃত্ব ডেপুটেশন কর্মসূচীতে অংশ নেন। শিক্ষক নেতাদের অভিযোগ, বহুদিন পর জেলার প্রাথমিক স্কুল স্যানিটাইজিং না করে মিড ডে মিলের সামগ্রী বিতরণ করতে হচ্ছে। কোনও মাস্ক বা স্যানিটাইজার ছাড়াই এই কাজ করতে গিয়ে করোনা ভাইরাস সংক্রমনের আশঙ্কা দেখা দিতে পারে। আর সেকারনেই সরকার বা প্রশাসন থেকে যাতে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয় সেজন্য সংশ্লিষ্ট বিডিওদের ডেপুটেশন দেওয়া হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here