বিজেপি দলে কোনো ভাঙ্গন হয়নি , বিজেপির জেলা সভাপতি চলে গেলে দলের কোনো যায় আসে না ।

0
382

আলিপুরদুয়ার: বিজেপি দলে কোনো ভাঙ্গন হয়নি , বিজেপির জেলা সভাপতি চলে গেলে দলের কোনো যায় আসে না । আলিপুরদুয়ারে সফরে এসে একথা জানালেন বিজেপির রাজ‍্য সভাপতি দীলিপ ঘোষ । রবিবার আলিপুরদুয়ারে বিজেপির কর্মীদের নিয়ে বৈঠক সারেন দীলিপ ঘোষ ‌ । সাংবাদিকদের মুখোমুখি হয়ে দীলিপ ঘোষ জানান দলের কার্যকর্তারা যায়নি দু চার জনকে লোভ ও ভয় দেখিয়ে তৃণমূল নিয়ে গেছে। দীলিপ ঘোষ এদিন জানান সাধারণ মানুষ ভ‍্যাকসিন পাচ্ছেনা। দীলিপ ঘোষ এদিন ও স্পষ্ট জানান বিজেপি বাংলা ভাগে পক্ষে নেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here