মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরে বংশীহারী ব্লকের মহাবাড়ীতে বিজেপি ও সিপিআইএম ছেড়ে ৪৬ পরিবার তৃণমূলে যোগদান করল
শীতল চক্রবর্তী, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :
বংশীহারী ব্লকের মহাবাড়ী অঞ্চলের পাথরঘাটা এলাকায় বিজেপি ও সিপিআইএম ছেড়ে প্রায় ৪৬টি পরিবার থেকে ১৫০ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। রবিবারের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র।
জেলা সভাপতি সুভাষ ভাওয়াল ও ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদারের নেতৃত্বে মহাবাড়ী অঞ্চলের আন্দারমানি, দিলকন্ঠীসহ একাধিক বুথ থেকে এই পরিবারগুলি তৃণমূলে যোগ দেন। মন্ত্রী বিপ্লব মিত্র তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
যোগদানকারীরা জানান, তৃণমূল সরকার সাধারণ মানুষের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প চালু করেছে। সেই সুবিধা পাওয়ার আশাতেই তারা বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে এসেছেন। যোগদানকারী শ্যামল কুমার সর্দার বলেন, “সরকারের প্রকল্পের সুবিধা পেতে ও মানুষের পাশে থাকার জন্য আমরা সবাই তৃণমূলে যোগ দিয়েছি।”
এদিনের অনুষ্ঠানে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প সম্পর্কেও আলোচনা হয়। মন্ত্রী বিপ্লব মিত্র জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বুথে ১০ লক্ষ টাকার কাজ করা সম্ভব হবে এবং সেই কাজ সাধারণ মানুষের নেতৃত্বেই সম্পন্ন হবে। ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদার বলেন, “মন্ত্রী বিপ্লব মিত্রের উপস্থিতিতে আজ ৪৬টি পরিবার আমাদের দলে যোগ দিয়েছেন। এতে দল আরও বড় ও শক্তিশালী হচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপারসন কমল সরকার, পূর্তকর্মাদক্ষ রফিকুল ইসলাম, সমাজসেবী সারদুল মিত্র, সরকারি আইনজীবী চিরঞ্জিত মিত্র, মহাবাড়ি অঞ্চলের প্রধান নূরে আক্তার বানু সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী।