রায়গঞ্জ:-বিজেপির ৩ নির্বাচিত পঞ্চায়েত সদস্য দল ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করায় আগেই বিজেপির হাত থেকে ১৪ নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের দখল নিয়ে নিয়েছিল তৃনমূল কংগ্রেস। প্রধান হয়েছিলেন তৃনমূল কংগ্রেসের। আজ ছিল পঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অপসারন। ১৩ সদস্যের পঞ্চায়েতে তৃনমূলের ৭ জন সদস্য বিজেপির উপপ্রধান নারায়ন চন্দ্র বালোকে অপসারনের পক্ষে মত প্রকাশ করলেন। বিজেপি এই উপপ্রধান অপসারন নিয়ে অগনতান্ত্রিক আখ্যা দিয়ে উপপ্রধান নির্বাচন বয়কট করে বেড়িয়ে আসেন।

এই ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জ ব্লকের ১৪ নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েত চত্বরে উত্তেজনা দেখা দেয়। ঘটনাস্থলে পৌঁছে রায়গঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিজেপির পঞ্চায়েত সদস্য দুলাল সরকার অভিযোগ করে বলেন সম্পূর্ণ অগনতান্ত্রিক পদ্ধতিতে উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা পাশ করিয়ে নেয় তৃনমূল কংগ্রেস। তারই বিরোধীতা করে বিজেপি এই অনাস্থা ভোটে অংশ না নিয়ে বেড়িয়ে আসি। রায়গঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি মানস ঘোষ জানিয়েছেন বিজেপি পঞ্চায়েত আইন জানেনা তাই তারা ভূল ব্যাখ্যা দিচ্ছে। ১৪ নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের বিজেপির উপপ্রধান অপসারন নিয়ে যে অনাস্থা ভোট হয়েছে তা সম্পূর্ণ সরকারি আইন ও নিয়ম বিধি মেনেই হয়েছে।