বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার:- বিজেপির পঞ্চায়েত তার নিজের বুথে ১০০দিনের কাজ চেয়ে পাচ্ছেন না ।তাই নিয়ে তিনি প্রধান,বি ডি ও সবার দুয়ারে ঘুরেও সমস্যার সমাধান করতে না পেরে অবশেষে দ্বারস্থ হলেন কুমারগ্রামের বিজেপি বিধায়কের। বিধায়ক সমস্ত ঘটনা জেনে কেন্দ্রীয় মন্ত্রীকে লিখিত দেওয়ার আশ্বাস দিলেন নিজের দলের পঞ্চায়েত সদস্যা কে। পাশাপাশি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কেও জানাবেন বলে কথা দিলেন পঞ্চায়েত কে। তাতেও কাজ না হলে সরাসরি বিধানসভায় তুলবেন এই বিষয়টি। এমনটাই জানালেন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও।

ঘটনাটি কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি ১ নং অঞ্চলের ১০/১৪৯ নং বুথের। পঞ্চায়েত সদস্যা সুমিত্রা রায়ের অভিযোগ তার এলাকায় ১০০ দিনের কাজ করাতে পাচ্ছেন না তিনি ।বহুবার অঞ্চল প্রধান কে এই বিষয়ে জানিয়েছেন,কাজের ডিমান্ড ও দিয়েছেন। কিন্তু প্রায় এক বছরে ওই বুথে মাত্র ৬দিন কাজ হয়েছে ।প্রধান ও অঞ্চল স্টাফ দের থেকেও কোন সদুত্তর পান নি তিনি ।পরবর্তিতে কুমারগ্রাম বি,ডি,ও কেও লিখিত ভাবে জানিয়েও কোন লাভ হয়নি।

তাই আজ বিধায়ক মহাশয় কে উক্ত কাজের ডিমান্ড রিসিভ কপি জমা দেন।বিধায়ক মহাশয় বিষয় টি পঞ্চায়েত মন্ত্রীর কাছে জানাবেন এবং বিধানসভায় প্রস্তাব পেশ করবেন বলে তাকে আশ্বাস দেন। যদিও প্রধান অলেন ঠাকুর অভিযোগটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।