উত্তর দিনাজপুর:-বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ ও কার্যকরী সদস্য সহ চারজন বিজেপি জেলা নেতা তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। রবিবার রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেসের কার্যালয়ে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর উপস্থিতিতে বিজেপির চারজন গুরুত্বপূর্ণ জেলা নেতৃত্ব ঘাসফুলের পতাকা তুলে নিলেন। বিজেপি থেকে মানুষের জন্য কোনও কাজ করা যাচ্ছেনা। একমাত্র তৃনমূল কংগ্রেসে থেকে মানুষের জন্য কাজ করার জন্য বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন বলে জানিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী এবং তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।
বিজেপির ভাঙন অব্যাহত রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের দুই বিজেপি বিধায়কের পর উত্তর দিনাজপুর জেলায় হুরমুড়িয়ে ভেঙে পড়েছে বিজেপির গড়। বিজেপির দখলে থাকা একের পর গ্রামপঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যের পর হাজার হাজার বিজেপি নেতা কর্মী বিজেপি ছেড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে শামিল হতে তৃনমূল কংগ্রেসে যোগদান করে চলেছেন। এবার বিজেপির জেলা কমিটির গুরুত্বপূর্ণ চার সদস্য বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির জেলা কোষাধ্যক্ষ দেবব্রত ভৌমিক, জেলা কার্যকরী কমিটির সদস্য অমর ঘোষ, জেলা যুব মোর্চার সাধারন সম্পাদক বাবাই নন্দী, এবং ৩২ নম্বর মন্ডলের সভাপতি বাপ্পা বোস রবিবার বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির চারজন এই গুরুত্বপূর্ণ জেলা নেতৃত্ব দল ছাড়ায় বিজেপি দলে যে ধস নেমে এসেছে তা বলাই যায়। দলত্যাগী বিজেপি নেতা বাবাই নন্দী জানিয়েছেন, বিজেপি সংগঠনের আজ যা অবস্থা তাতে সেই দলে থেকে কোনও কাজ করা যাচ্ছিল না। তাই মানুষের জন্য কাজ করার লক্ষ্যে বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করলাম।