বিগত বছরগুলোতে ডাক্তারের সার্টিফিকেট দিখিয়ে ভোটের ডিউটি থেকে রেহাই মিলত । কিন্তু এবার মেডিকেল গ্রাউন্ডে সহজেই রেহাই মিলছে না ভোটকর্মীদের।

0
560

আলিপুরদুয়ার:- বিগত বছরগুলোতে ডাক্তারের সার্টিফিকেট দিখিয়ে ভোটের ডিউটি থেকে রেহাই মিলত । কিন্তু এবার মেডিকেল গ্রাউন্ডে সহজেই রেহাই মিলছে না ভোটকর্মীদের।নির্বাচন কমিশনের গাইড লাইন মেনে রীতিমতো মেডিকেল বোর্ডের কাছে স্বাস্থ্য পরিক্ষার পরে মিলতে পারে ভোট ডিউটি থেকে অব্যহতি।ইতিমধ্যেই ফাঁকিবাজ ভোট কর্মীদের চিহ্নিত করে ফেলেছে জেলা নির্বাচন কমিশন।ফাঁকিবাজ ভোট কর্মীদের নামের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে জেলার প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলে।নির্বাচনের নির্ঘণ্ট ঘোষনা হতেই এক শ্রেণীর ফাঁকিবাজ সরকারি ভোট কর্মী ডাক্তারদের দ্বারস্ত হয়ে মেডিকেল আনফিট সার্টিফিকেট জমা করেছে নির্বাচনি দপ্তরে।ভোটের ডিউটি যেতে অনিচ্ছুক কর্মীদের আনফিট মেডিকেল সার্টিফিকেট দেখে চক্ষুচড়ক গাছ নির্বাচন কমিশনের।
জেলায় যে বিপুল পরিমানে সরকারি ভোট কর্মীদের মেডিকেল আনফিট সার্টিফিকেট জমা পরেছে তাতে জেলায় সুষ্ট ভাবে নির্বাচন করাটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কমিশনের কাছে। তড়িঘড়ি ফাঁকিবাজ ভোট কর্মীদের চিহ্নিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে জেলা হাসপাতালে গঠন করা হয়েছে একটি মেডিকেল বোর্ড। ইতিমধ্যেই যারা ডাক্তারের মেডিকেল সার্টিফিকেট কমিশনে জমা করেছিলো তাদের ফের তলব করা হয় কমিশনের তৈরি মেডিকেল বোর্ডে।সেখানে ফের নতুন করে স্বাস্থ্য পরিক্ষা করা হয় ভোটের ডাক পড়া সরকারি কর্মীদের।
মেডিকেল বোর্ডের কাছে দ্বিতীয় দফায় স্বাস্থ্য পরিক্ষার পর দেখা যায় অধিকাংশ সরকারি কর্মী মেডিকেল রিপোর্ট ফিট এসেছে।এরপরই নির্বাচন কমিশন সেই মেডিকেল রিপোর্ট টাঙ্গিয়ে দেয় জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায়।প্রতিদিনই কয়েকশ সরকারি কর্মী ভীড় জমাচ্ছেন ডুয়ার্স কন্যায়।যদিও এই বিষয়ে জেলা নির্বাচন কমিশন সংবাদ মাধ্যেমে কোনও প্রতিক্রিয়া দেননি।আলিপুরদুয়ার জেলা তৃনমুল শিক্ষা সেলের সভাপতি ভাস্কর মজুমদার বলেন ফিট, আনফিটের জন্য নির্বাচন কমিশনের একটি গাইড লাইন আছে।
কেউ নিজেকে আনফিট বললে তিনি আনফিট হবেন না। নির্বাচন কমিশনের মেডিকেল বোর্ড ঠিক করবে কে ফিট কে আনফিট।যশোডাঙ্গা হাইস্কুলের শিক্ষিকা সমর্পিতা ঘোষ বলেন আমারা স্বামী-স্ত্রী দুজনেই স্কুলে চাকরি করি।আমাদের ছেলে খুব অসুস্থ। আমাদের যে কোন একজন ভোটের ডিউটিতে না গেলে ভালো হবে ।
আমার স্বামীর নাম এসেছে। এরপরের তালিকায় আমার নাম এলে খুব সমস্যা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here