বিক্ষোভমিছিল করলেন কামতাপুর ইউনাইটেডের নেতাকর্মীরা

0
314

বামনগোলা:কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেডের এক কর্মী বচ্চন মণ্ডলকে পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করার প্রতিবাদে মঙ্গলবার মালদহে বামন গোলার পাকুয়াহাটএলাকায় বামন গোলা থানারপুলিশের বিরুদ্ধে বিক্ষোভমিছিল করলেন কামতাপুর ইউনাইটেডের নেতাকর্মীরা। এদিন ওই মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয় যা গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে। এদিন ওই মিছিলের নেতৃত্ব দিয়েছেন কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেডের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুভাষ বর্মন। তিনি পুলিশকে হুশিয়ারি দেন এদিন সন্ধ্যার মধ্যে ওই কর্মী বচ্চন মণ্ডলকে পুলিশ নিঃশর্ত মুক্তি না দিলে আগামি কাল ২৪ঘণ্টা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আর ও বলেন, গত রবিবার কামতাপুর পিপুলস পার্টি ইউনাইটেডের ২৯ তম প্রতিষ্ঠা দিবস ছিল ওই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ওই দিন মালদহের গাজোল ব্লকের ঘাকশোল এলাকায় একটি প্রকাশ্য জনসভা অনুষ্ঠিত হয় ওই জনসভায় মালদা জেলার সহ উত্তর বঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর কর্মী সমাগম ঘটে। ওই জন সভায় যোগ দেয়ার অপরাধে সোমবার সন্ধ্যায় বামনগোলা ব্লকের পাকুয়াহাট দলীয় কার্যালয়ের ভিতর থেকে বামনগোলা থানার পুলিশ অন্যায় ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। এদিন ওই কর্মী কে গ্রেফতার করার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে অ ধিক্কার মিছিল হয়। তবে ওই কর্মীকে গ্রেফতারের বিষয়ে বামন গোলা থানার পুলিশ মুখে কুলুপ এটেছেন। এদিন ওই বিক্ষোভ মিছিলে সুভাষ বর্মন ছাড়াও দলের মহিলা কর্মীরাও বিক্ষোভ দেখান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here