বিকল মিটার, বন্ধ থাকা স্কুলে ভুতুড়ে ইলেকট্রিক বিল। মাথায় হাত বালুরঘাটের নদীপার এন.সি হাইস্কুল কর্তৃপক্ষের
পিন্টু কুন্ডু , বালুরঘাট, ২৯ জানুয়ারী––– করোনার জেরে বন্ধ স্কুল। দপ্তরের উদাসীনতায় বিকল মিটারে ইলেকট্রিক বিল ৩ লক্ষ ৪৪ হাজার টাকা । মাথায় হাত বালুরঘাটের স্বনামধন্য নদীপার এন.সি হাইস্কুল কর্তৃপক্ষের । বিল না মেটানোয় সংযোগ কাটল বিদ্যুৎ দপ্তর । অন্ধকারে ডুবে স্কুল চত্বর। বালুরঘাট শহরের একটি স্কুলের এমন ভুতুড়ে বিলকে ঘিরে তুমুল চাঞ্চল্য । উর্দ্ধতন কর্তৃপক্ষকে ঘটনা জানিয়ে সমস্যা সমাধানের আশায় প্রধান শিক্ষক ।


স্কুল কর্তৃপক্ষের দাবী, ২০১৯ সালের এপ্রিল মাসে শেষ বিল পাঠিয়েছিল বিদ্যুৎ দপ্তর । যার পরে আর কোন বিল আসেনি । নতুন পদে যোগ দিয়েই নিজ তৎপরতায় বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করে প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা জানতে পারেন পাহাড় প্রমান বিদ্যুৎ বিলের কথা । এদিকে গত প্রায় একবছর থেকে স্কুল বন্ধ থাকলেও কিভাবে এত পরিমান বিল এলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুল কর্তৃপক্ষ । পাহাড় প্রমান সেই বিল পরিশোধ না করায় শুক্রবার দপ্তর থেকে স্কুলের বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়েছে কেটে। যাকে ঘিরে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্কুল কতৃপক্ষ। এদিকে এমন বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিস্থিতিতে ৩১শে জানুয়ারী বিদ্যালয়ে প্রাথমিকের টেট পরীক্ষা কি ভাবে হবে তা নিয়েও ঘুম উড়েছে স্কুল কর্তৃপক্ষের ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর কুমার লাহা জানিয়েছেন, মাসে ১০ হাজার টাকা করে বিল আসলেও এত পরিমান বিল আসার কথা নয় । কিন্তু বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার বিষয়টি নিয়ে তাঁরা লজ্জিত এবং বিস্মিত । মিটার বিকল লিখে দেবার পরেও কিভাবে এমন পাহাড় প্রমান বিল পাঠানো হল। বিদ্যুৎ দপ্তরের এমন কাজ কর্ম নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন ।