বিএসএফ- গ্রামবাসী সংঘর্ষে উত্তপ্ত হিলি সীমান্ত

0
663

বিএসএফ- গ্রামবাসী সংঘর্ষে উত্তপ্ত হিলি সীমান্ত, সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া ছররা গুলিতে রক্তাক্ত  দুই বাসিন্দা 

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১২ এপ্রিল–––  ঈদ উপলক্ষে কাঁটাতারের ওপারের ভারতীয় গ্রাম থেকে সীমান্তের এপারে সেমাই নিয়ে আসা নিয়ে বিএসএফ – গ্রামবাসী সংঘর্ষে তুমুল  উত্তেজনা হিলিতে । গ্রামবাসীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি সামাল দিতে  এলাকায় ছররা গুলি চালানোর অভিযোগ বিএসএফের বিরুদ্ধে । পুরো ঘটনায় গুরুতর জখম হয়েছে গ্রামেরই দুই বাসিন্দা । বুধবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তের পুর্ব গোবিন্দপুরে। রক্তাক্ত দুই যুবক আশরাফুল মোল্লা এবং সফিকুল মন্ডলকে প্রথমে হিলি গ্রামীণ হাসপাতাল এবং তারপর বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তারা।
গ্রামবাসীদের অভিযোগ, ঈদের জন্য কাঁটাতারের ওপারে ভারতীয় গ্রাম গোবিন্দপুর থেকে এপারে ভারতীয় গ্রামে শ্বশুড়বাড়িতে সেমাই নিয়ে যাচ্ছিল আহত আশরাফুল মোল্লা। কাটাতারের এলাকা পার হবার সময় তাকে আটকায় সেখানকার কর্তব্যরত ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের এক সেনা জওয়ান। ওই যুবকের হাতে থাকা সেমাই ফেলে দেবার পাশাপাশি মারধরও করা হয় বলে অভিযোগ।  যে ঘটনার প্রতিবাদ জানাতেই উত্তেজিত হয়ে ওঠে এলাকা। ঘটনার প্রতিবাদ জানিয়ে গ্রামবাসীরা একত্রিত হতেই বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ছররা গুলি চালায় বিএসএফ বলেও অভিযোগ। যদিও এনিয়ে মুখ খুলতে চাননি ৬১ নম্বর  বিএসএফের কর্মকর্তারা। এদিকে দিনের আলোতে বিএসএফের এমন গুলি চালানোর খবর পেয়েই এলাকায় ছুটে যায় হিলি থানার বিরাট  পুলিশ বাহিনী।  ডিএসপি সদর সোমনাথ ঝাঁ ও হিলি থানার আইসি গনেশ শর্মার হস্তক্ষেপে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। 

আহত যুবকের মা বিলকিস বিবি এবং ভাই ফারুক মোল্লারা জানিয়েছেন, ইদ উপলক্ষ্যে সেমাই নিয়ে যাচ্ছিল আশরাফুল । কিন্তু বিএসএফ তা ফেলে দিয়ে তাকে মারধর করে । বাসিন্দারা প্রতিবাদ করতেই গুলি চালিয়েছে জওয়ানরা । 
হিলি থানার আইসি গনেশ শর্মা জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here