আলিপুরদুয়ার : বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দেখিয়ে মোবাইল ছিনতাই করল দুষ্কৃতিরা।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুফুরে কালচিনি ব্লকের চুয়াপাড়ায় । পেশায় ধুনকর মহম্মদ সৌকতের সঙ্গে।
এই ঘটনার পর চুয়াপাড়া থেকে কালচিনি এসে থানায় অভিযোগ দায়ের করেন মহম্মদ সৌকত।পেশায় ধুনকর কালচিনি মোদি লাইনের বাসিন্দা মহম্মদ সৌকত।চুয়াপাড়ায় কাজে গিয়েছিলেন তিনি।দুপুরে কাজ সেরে বাড়ি ফিরছিলেন।সেই সময় একটি বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে ধারালো অস্ত্র দেখিয়ে মোবাইল ছিনতাই করে মহম্মদ সৌকতের।রাস্তাটি ফাঁকা ছিল বলে জানা যায়।