বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দু:সাহসিক চুরি বালুরঘাটের পরানপুরে। জানালার গ্রীল ভেঙে নগদ আড়াই লক্ষ টাকা ও বেশ কয়েক ভরি সোনার গহনা হাতালো দুস্কৃতিরা।
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ৭ ফেব্রুয়ারী —— বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুঃসাহসিক চুরি বালুরঘাটে। ভেঙে ফেলা হল জানালার গ্রীল, উলোটপালোট ঘরের জিনিসপত্র। মাথায় হাত বাড়ি মালিকের। বুধবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের পরানপুর তালতলা মোড় এলাকায়। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে, প্রায় আটদিন আগে ঘরে তালা মেরে চিকিৎসার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন গাড়ি ব্যবসায়ী মিঠু সরকার ও তার পরিবারের লোকেরা। এদিন সকালে বাড়িতে ফিরে ঘর খুলতেই চোখ কপালে ওঠে তাদের। বাড়ি মালিক মিঠু সরকারের দাবি, ডাইনিং রুমের জানালা ভেঙে ঘরের ভিতরে ঢোকে দুস্কৃতিরা। এরপরে শাবল ও লোহার জিনিস দিয়ে আলমারির তালা ভেঙে লুটপাট চালায় দুস্কৃতিরা। নগদ আড়াই লক্ষ টাকা সহ বেশ কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দিয়েছে দুস্কৃতিরা। এদিন সকালে
যে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌছে পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তে নামে বালুরঘাট থানার পুলিশ। যদিও এই ঘটনা নিয়ে পুলিশের কাছে পরিচারিকার জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন বাড়ি মালিক মিঠু সরকার।
বাড়ি মালিক মিঠু সরকার বলেন, জানালা ভেঙ্গেই দুস্কৃতিরা বাড়ির ভেতরে ঢুকেছিল। নগদ টাকা ও সোনা সহ প্রায় সাড়ে চার লক্ষ টাকা চুরি গেছে। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।