গঙ্গারামপুর শহরের মিশন মোড় ৫১২ নম্বর জাতীয় সড়কে বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত হলেন বেশ কয়েকজন, আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে তদন্ত শুরু করেছে বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। পুলিশ গঙ্গারামপুর,১৪ জানুয়ারি : সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর জখম হলেন টোটো চালক সহ বেশ কয়েকজন বাসযাত্রী ও দুই যাত্রী। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের মিশন মোড় ৫১২ নম্বর জাতীয় সড়কে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনার পর স্থানীয় মানুষজন মিশন মোড়ে ট্রাফিক ব্যবস্থার দাবি তুলে সরব হয়েছেন।
জানা গিয়েছে রবিবার দুপুরে যাত্রী বোঝাই একটি সরকারি বাস গঙ্গারামপুর থেকে বালুরঘাটে যাচ্ছিল। সে সময় গঙ্গারামপুর শহরের মিশন মোড় এলাকায় সরকারি বাসের সঙ্গে যাত্রী বোঝাই একটি টোটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় টোটো। বাসের কাঁচ ভেঙে যায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন টোটো চালক ও টোটোতে থাকা দুই যাত্রী। পাশাপাশি আহত হয়েছেন বাসের বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় মানুষজন তড়িঘড়ি আহত টোটো চালক ও আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানের। প্রাথমিক ভাবে চিকিৎসার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু টোটো চালকের গুরুতর চোট লাগায় তাঁর চিকিৎসা চলছে।আহত টোটো চালকের নাম মোস্তাফা হোসেন (৬০)। তাঁর বাড়ি নেহেম্বা এলাকায়। ঘটনার পর ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। আটকে পড়েন বালুরঘাট,হিলি,রায়গঞ্জ,শিলিগুড়ি,মালদা,ফরাক্কা সহ দুর দুরান্তের যাত্রীরা। এরপরে স্থানীয় মানুষজন মিশন মোড় এলাকায় ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রনের দাবি তুলে সরব হন। খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌঁচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সমীর মুখার্জি বলেন,একটি সরকারি বাস বালুরঘাটের দিকে যাচ্ছিল। সে সময় শিববাড়ির দিক থেকে আসা একটি টোটো ৫১২ নম্বর জাতীয় সড়কে উঠে পড়লে টোটো ও বাসটির সংঘর্ষ হয়। তিনি বলেন,বেশিরভাগ সময় মিশন মোড় এলাকায় ট্রাফিক পুলিশ বা সিভিক ভলান্টিয়ার থাকে না। এদিনও ছিল না। ট্রাফিক পুলিশ থাকলে এমন ঘটনা ঘটত না।
বাসযাত্রী গদাই মদক বলেন,আচমকায় টোটো সামনে চলে আসায় সংঘর্ষ হয়। আমরা বাসে থাকা অনেকে হাতে,পায়ে ও মুখে আঘাত পেয়েছি। ঘটনায় আমরা আতঙ্কিত। গঙ্গারামপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।