হরিরামপুর:বাল্যবিবাহ সহ একাধিক আইনি বিষয়ে সচেতনতামূলক শিবির মালিয়ান দিঘীতে
বাল্যবিবাহ সহ একাধিক আইনি পরিষেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের মালিয়ান দিঘী এলাকায় এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং রিমেডিয়াল মিশনের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়।
শিবিরে মূলত অভিভাবক ও অভিভাবিকা–দের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা আইন, পারিবারিক সহিংসতা, আইনি সহায়তার অধিকার সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন আইনি পরিষেবা সম্পর্কে সচেতন করা হয় এবং প্রয়োজনে কীভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায়, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রদান করা হয়।
এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক কেয়া বালা, হরিরামপুর ব্লকের বিডিও অত্রি চক্রবর্তী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্য প্রতিম কর্মকার, হরিরামপুর থানার এসআই বৈদ্যনাথ বর্মন, জেলা আইনি পার্শ্ব সহায়ক আনারুল ইসলাম, নুর ইসলাম ও রুবেল বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন রিমেডিয়াল মিশনের সম্পাদক সোহেল রানা, করিম এবং আরও অন্যান্য বিশিষ্টজনেরা।