হাই স্কুল কে সম্পূর্ণ রুপে বাল্য বিবাহ মুক্ত ও ড্রপ আউট মুক্ত স্কুল গড়ে তোলার লক্ষ্যে আজ 25.7.23বেলা 12টা থেকে Awareness programme শুরু করা হয় class vii থেকে xi পর্যন্ত ছাত্রীদের নিয়ে তপন ব্লকের অধীন ধাইনাগর হাই স্কুলে, সভায় বক্তব্য রাখেন শক্তি বাহিনীর পক্ষে ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর মিজানুর রহমান, তপন থানার ASI অসীম কুমার মণ্ডল, উপ স্বাস্থ্য কেন্দ্রের ANM বর্ণালী কর,ICDS কর্মী,ASHA কর্মী ও হাই স্কুলের শিক্ষক বিপুল বসাক, শিক্ষিকা।
উপস্থিত সকল মেয়েরা শপথ বাক্য পাঠ করেন যে তাহারা সকলে কম পক্ষে BA পাশ করবেন, তারপর নিজেদের বিয়ের কথা ভাববেন, এলাকায় কোন বাল্য বিবাহের খবর পেলে সঙ্গে সঙ্গে স্কুলের শিক্ষক,ICDS কর্মী বা ASHA কর্মী দের জানাবেন এবং 1098এ জানাবেন, পাশাপাশী বাড়ী ফিরে গিয়ে একেক জন কম পক্ষে 10জন করে কিশোরী দের বাল্য বিবাহ প্রতিরোধ করার বিষয়ে সচেতন করবেন, আগামী 30শে জুলাই আন্তজার্তিক মানব পাচার বিরোধী দিবস উপলক্ষে এক আলোচনা করা হয়, কিভাবে বিশেষ করে কম বয়সী মেয়েদের প্রলোভন দিয়ে বাহিরে পাচার করা হয়, সেই বিষয়ে সকল কে সচেতন থাকার পরামর্শ দেন মিজানুর রহমান, শিশুদের যৌণ নির্যাতন বন্ধ করা ও প্রতিরোধের জন্য POCSO ACT নিয়েও আলোচনা করা হয়,CHILD MARRIAGE ACT নিয়েও আলোচনা করা হয়, আগামী দিনে বাল্য বিবাহ মুক্ত স্কুল ও ড্রপ আউট মুক্ত স্কুল গড়ে তোলার লক্ষ্যে সকল শিক্ষক, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী এক মত হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন, পাশাপাশি বাল্য বিবাহের কুফল সম্পর্কে নানা রকম নাটক, নাচ গান, কুইজ প্রতিযোগিতা, সচেতনতা শিবির স্কুলে এবং গ্রামে গ্রামে করবেন বলে স্কুলের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং জেলা ব্লক প্রশাসন ও অন্যান্য দের সার্বিক সহযোগিতা কামনা করেন স্কুল কত্রিপক্ষ, আগামী দিনে জেলা জুড়ে আরো ব্যাপক প্রচার প্রসারের লক্ষ্যে কাজ করা হবে বলে মিজানুর রহমান জানান।
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর বাল্যবিবাহ মুক্ত ও ড্রপ আউট মুক্ত স্কুল গড়ে তোলার লক্ষ্যে সচেতনতা শিবিরের...