বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো ২৮ বছরের এক যুবকের

0
359

বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো ২৮ বছরের এক যুবকের । চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ড থিঙ্গুর রেল গেটের পাশে।

পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম পবিত্র সরকার বয়েস ২৮ বছর, বাড়ি বংশীহারী থানার অন্তর্গত মাহাবাড়ি অঞ্চলের ঘাশিপুর এলাকায়। আনুমানিক পাঁচটা নাগাদ বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেনটি বালুরঘাটে আসার সময় থিঙ্গুর রেল গেটের পাশে ট্রেনের সামনে ঝাঁপ মারে ওই যুবক বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে মৃত্যু হয় ও যুবকের। বালুরঘাট এক্সপ্রেস ট্রেনটি পার হয়ে যাওয়ার পরেই চোখে পড়ে স্থানীয় মানুষ জনদের। ঘটনার খবর পেতেই ছুটে আসে বংশীহারী থানার পুলিশ ও রেল পুলিশ। মৃত যুবকের শ্বশুরের অভিযোগ ড্রাগসের নেশা সহ আরো অন্যান্য নেশা করত জামাই। কিন্তু কি কারণে আত্মঘাতী করল তা এখনো অজানা পরিবারের লোকজদের। মৃত যুবক পবিত্র সরকারের বাবা-মা কেরেলায় কাজ করার উদ্দেশ্যে গিয়েছেন। মৃত ওই যুবক গত চার বছর আগে বিয়ে করে বুনিয়াদপুর শহরের ১২ নাম্বার ওয়ার্ড থিঙ্গুর এলাকায় শিল্পী সরকারকের সঙ্গে। ওই যুবক বাড়ির জায়গা বিক্রি করে শ্বশুর বাড়িতে ছাদ ঢালাই করে গত মঙ্গলবার। বাড়ির ছাদ ঢালাই করার একদিন পরেই ওই যুবকের আত্মঘাতী, কিন্তু কি কারণ তা এখনো অজানা।

এই বিষয়ে মৃত যুবকের শ্বশুর দীপক সরকার জানিয়েছেন বুধবার সারাদিন জামাই বাড়িতেই আসেনি। বিকেলবেলা জানতে পারি ট্রেনে কেটে মারা গিয়েছে জামাই। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসি। কিন্তু কি কারণে এরকম দুর্ঘটনা ঘটিয়েছে তা এখনো অজানা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কালু রায় জানিয়েছেন আজকে বৈকাল পাঁচটা নাগাদ বালুরঘাট হাওড়া এক্সপ্রেস ট্রেন বালুরঘাটের দিকে যাবার সময় সিঙ্গুর রেলগেট পার করে একটি রেল লাইনের পাশেই দাঁড়িয়ে ছিল। ট্রেনটি আসার সময় ট্রেনের সামনে যা মারে যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here