বালুরঘাট শহরে মহিলা সংগঠনকে শক্তিশালী করতে নতুন কৌশল তৃণমূলের, ৬৪ জন নতুন ভোটারের যোগদান ঘাসফুল শিবিরে

0
350

পিন্টু কুন্ডু ,বালুরঘাট, ২৯ অক্টোবর—শহরে মহিলা সংগঠন কে আরো শক্তিশালী করতে নতুন কৌশল অবলম্বন তৃণমূলের। ৬৪ জন নতুন ভোটারের যোগদান ঘাসফুল শিবিরে। শুক্রবার বালুরঘাটে জেলা তৃণমূল কার্যালয়ে ওই নতুন ভোটারদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। উপস্থিত ছিলেন সংগঠনের অনান্য শহর নেতৃত্বরাও। কন্যাশ্রী, রূপশ্রীর মতো রাজ্য সরকারের একাধিক সুবিধা পেয়ে উন্নয়নমূলক কাজে যোগ দিতেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন দলে যোগদানকারীরা।

     মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে আপ্লুত এই নতুন প্রজন্ম। সরকারের হাতকে আরো শক্তিশালী করতে এদিন তারা তৃণমূলের পতাকা তুলে নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here