বালুরঘাট:-বালুরঘাট ব্লকের গোপালবাটি অঞ্চলের কামালপুর থেকে একটি জখম সাপ উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন বালুরঘাটের সর্প বিশারদ কুন্তল মালাকার এবং তার সঙ্গী সঞ্জয় সূত্রধর।মঙ্গলবার পশু চিকিৎসালয়ে জখম সাপটিকে নিয়ে আসা হয়। হাসপাতালের পশু চিকিৎসক অস্ত্রোপচার করে চিকিৎসার ব্যবস্থা করেন।চিকিৎসার পর সাপটিকে সুস্থ করে বনদপ্তর কর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কুন্তল বাবু।তিনি জানান উদ্ধার হওয়া সাপটি বিষধর গোখরো প্রজাতির।গত কাল অর্থাৎ সোমবার গোপালবাটি অঞ্চলের কামালপুর এলাকা থেকে ওই সাপটি উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা।তাঁদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পশু প্রেমী থেকে শুরু করে অন্যান্য সকল পরিবেশ প্রেমীরা।
Home বাংলা উত্তর বাংলা বালুরঘাট ব্লকের গোপালবাটি অঞ্চলের কামালপুর থেকে একটি জখম সাপ উদ্ধার করে চিকিৎসার...