শীতল চক্রবর্তী ১৭ জানুয়ারি দক্ষিণ দিনাজপুর ।ভারতীয় রেলের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটল শনিবার। এদিন মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে ভারতীয় রেলের তরফে আরও পাঁচটি নতুন ট্রেন পরিষেবার উদ্বোধন করা হয়, যার মধ্যে অন্যতম বালুরঘাট–এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস।
শনিবার নতুন এই ট্রেনটি বালুরঘাট থেকে তার উদ্বোধনী যাত্রা শুরু করে। সেই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেলওয়ে স্টেশনে তৈরি হয় উৎসবের আবহ। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নির্মাণ করা হয় অস্থায়ী মঞ্চ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির প্রতিনিধিরা, স্থানীয় বিধায়কের প্রতিনিধিরা, পাশাপাশি গঙ্গারামপুর রেলস্টেশনের বিভিন্ন রেল আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠান প্রত্যক্ষ করতে স্টেশনে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ।
দুপুর ২টা ৪৭ মিনিট নাগাদ বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেস গঙ্গারামপুর রেলস্টেশনে প্রবেশ করে। এরপর গঙ্গারামপুর রেল উন্নয়ন কমিটির পক্ষ থেকে ট্রেনের চালক ও তাঁর সহযোগীদের ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। সবুজ পতাকা দেখিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেনটিকে গঙ্গারামপুর স্টেশন থেকে বিদায় জানানো হয়।
নতুন এই দূরপাল্লার ট্রেন পরিষেবা চালু হওয়ায় গঙ্গারামপুরসহ আশপাশের এলাকার সাধারণ মানুষ এবং রেল উন্নয়ন কমিটির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ ও খুশির আমেজ লক্ষ্য করা যায়। রেলের পক্ষ থেকেও নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ছিল সুপরিকল্পিত উদ্যোগ, যার ফলে পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
Home দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট–বেঙ্গালুরু এক্সপ্রেসের শুভ উদ্বোধনে গঙ্গারামপুর রেলস্টেশনে জনজোয়ার

























