বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তীব্র চাঞ্চল্য

0
40

বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহর জুড়ে। ঘটনার পরেই বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অশোক মিত্র। তিনি দাবি করেছেন, পরিকল্পিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হয়েছে। জানাগেছে, শনিবার রাত প্রায় ১১টা নাগাদ তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেই পোস্টের নিচে বালুরঘাট শহরের বাসিন্দা প্রমিত লাহা নামের এক ব্যক্তি অশালীন ও কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ। যদিও পরে ওই ব্যক্তি মন্তব্যটি মুছে দেন, ততক্ষণে বিষয়টি নজরে আসে অশোক বাবুর।
প্রাক্তন চেয়ারম্যানের মতে, এটি কোনও মস্করা বা ভুলবশত করা মন্তব্য নয়, বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে অপদস্থ করার চেষ্টা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সম্প্রতি তাঁর বিরুদ্ধেই তাঁর দলের ১৪ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। সেই ঘটনার পর থেকেই বালুরঘাট পৌরসভা একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে। ঠিক এই সময়েই তাঁকে লক্ষ্য করে এই ধরনের মন্তব্য আরও সন্দেহের জন্ম দিচ্ছে।
অন্যদিকে, অভিযুক্ত প্রমিত লাহা নিজের ভুল স্বীকার করে সংবাদমাধ্যমের সামনে বলেন, ওই মন্তব্য করা তাঁর ঠিক হয়নি । যার জন্য তিনি ক্ষমাপ্রার্থী ।
তবে অশোক কুমার মিত্র স্পষ্ট জানিয়েছেন, তিনি আইনি পথেই এগোবেন এবং প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বালুরঘাট শহরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here