বালুরঘাট কলেজে তৃণমূলের ‘গৃহযুদ্ধ’!

0
479

বালুরঘাট কলেজে তৃণমূলের ‘গৃহযুদ্ধ’! নবনিযুক্ত সভাপতিকে ঘিরে গো-ব্যাক শ্লোগানে ধুন্ধুমার, সমাজবিরোধী অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

বালুরঘাট, ১৪ জুলাই —– তৃণমূল ছাত্র পরিষদের গো-ব্যাক শ্লোগানের মুখে এবারে খোদ তৃণমূল নেতাই। দেওয়া হল সমাজবিরোধী তকমাও। সোমবার দুপুর থেকে এই ঘটনাকে ঘিরে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বালুরঘাট কলেজ চত্বরে। কলেজের নব নিযুক্ত গভর্নিং বডির সভাপতি প্রতীক রাম মন্ডলের দায়ীত্বভার বুঝে নেবার দিনেই শিক্ষাঙ্গনে প্রকাশ্যে আসে তৃণমূলের দুই গোষ্ঠীর কাজিয়া। যাকে ঘিরে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে ছুটে আসতে হয় বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনীকেও। বিক্ষোভকারী ছাত্রদের অভিযোগ, ঐতিহ্যবাহী কলেজ গ্রাউন্ডে আচমকায় কিছু সমাজবিরোধী মদ্যপ অবস্থায় ঢুকে পড়ে। যার বিরুদ্ধেই শ্লোগান দিয়েছেন তারা। শুধু তাই নয়, ঘটনার কথা কলেজ অধ্যক্ষকে জানালেও তিনি তেমন গুরুত্ব দেননি বলেও জানিয়েছেন প্রলয় দাস নামে এক কলেজ পড়ুয়া।

কলেজ সুত্রের খবর অনুযায়ী, গত সপ্তাহে শিক্ষা দপ্তরের এক বিশেষ নির্দেশিকায় বদলে যায় বালুরঘাট কলেজের পরিচালন সমিতির সভাপতি। গঙ্গারামপুরের রাকেশ পন্ডিত কে সরিয়ে সেই জায়গার দায়ীত্ব দেওয়া হয় বালুরঘাটের প্রতীক রাম মন্ডলকে। যিনি বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডলের সম্পর্কে দাদা হন। এদিন যাকে কলেজের দায়ীত্বভার বুঝে নিতে আহ্বান জানান কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু। যে চিঠি পেয়ে এদিন কলেজে ঢুকতেই গো-ব্যাক শ্লোগানে ভরে ওঠে গোটা কলেজ চত্বর। যাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় গোটা কলেজ ক্যাম্পাসে। বিক্ষোভকারী ছাত্রদের অভিযোগ, বহিরাগত সমাজবিরোধীরা মদ্যপ অবস্থায় কলেজে ঢোকায় তাদের বাধা দিতেই গো-ব্যাক শ্লোগান দেওয়া হয়েছে। তাদের আরও দাবি, কলেজ পরিচালন সমিতির সভাপতি নয়, তার সাথে আসা মদ্যপ সমাজবিরোধীদের ভেতরে ঢুকতে বাধা দিতেই এমন বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। যদিও ছাত্রদের এই যুক্তি মানতে চাননি কলেজ অধ্যক্ষ পঙ্কজ কুন্ডু। তার দাবি, নতুন সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ এর জন্যই তাকে কলেজে আসবার আহ্বান জানানো হয়েছে। তার সাথে যারা দু একজন এসেছে তারা কলেজের প্রাক্তন ছাত্র। কলেজে পড়েছে এরকম ছাত্র কোনদিন কলেজে ঢুকতে পারবে না এরকম কোন নিয়ম সরকার তৈরি করেনি। তাই ছাত্ররা যে অভিযোগ তুলেছে তার কোন সারবত্তা নেই। যারা কলেজে এসেছে তারা তার অনুমতি নিয়েই কলেজে ঢুকেছে।

কলেজ পরিচালন সমিতির সভাপতি প্রতীক রাম মন্ডল বলেন, কলেজ কতৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ এর চিঠি পেয়েই গভর্নিং বডির দুই সদস্যকে নিয়ে কলেজে ঢুকেছেন। এর বাইরে তার পক্ষে সেভাবে কিছু বলা সম্ভব নয়। তবে গো-ব্যাক শ্লোগানটি ভুল বোঝাবুঝির কারনে হয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।

তবে ক্যাম্পাসের রাজনীতি নিয়ে উদ্বিগ্ন শিক্ষামহল। তাঁদের প্রশ্ন, দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের বিষ যদি কলেজ চত্বরে ছড়ায়, তবে শিক্ষা আর রাজনীতির ব্যবধানটাই বা কোথায়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here