বালুরঘাটে হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর জমি খতিয়ে দেখলো পিএইচই, দ্রুততার সাথে কাজ সম্পন্ন করার আশ্বাস।

0
698

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১১ জুন— রাজ্য সরকারের ঘোষণার পরেই করোনা মোকাবিলায় এবারে বালুরঘাট হাসপাতালে বসতে চলেছে অক্সিজেন প্ল্যান্ট। শুক্রবার এই প্রকল্প নিয়ে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের পেছনে জমি মাপ যোগ করে পিএইচই দপ্তর। আগামী কিছুদিনের মধ্যেই  অক্সিজেন প্ল্যান্ট দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন দপ্তরের আধিকারিকরা। 


রাজ্য জুড়ে করোনা মোকাবিলায় বিভিন্ন হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নিয়েছে রাজ্য ও কেন্দ্র সরকার৷ যে হিসাবে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালেও অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত হয়। মূলত করোনা রোগীদের চিকিৎসার জন্যই এই অক্সিজেন প্ল্যান্ট বসানোর উদ্যোগ নেওয়া হয়। এদিন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেন প্লান্টের জন্য শুরু হয় মাপ যোগ প্রক্রিয়ায়।


পিএইচ ইর সুপারভাইজার বাহাদুর বেড়া বলেন, দপ্তরের নির্দেশ মতো অক্সিজেন প্ল্যান্ট বসাবার জায়গা দেখতেই হাসপাতালে এসেছেন। দ্রুততার সাথেই শুরু হবে তার কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here