বালুরঘাটে সুকান্তর পাড়ায় বিপ্লবের বিরাট মিছিল! উলু ও শঙ্খধ্বনি দিয়ে তৃণমূল প্রার্থীকে স্বাগত মহিলাদের। শনিবাসরীয় প্রচারে পিছিয়ে থাকেন নি বামপ্রার্থী জয়দেব সিদ্ধান্তও
পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৩ মার্চ —— সুকান্তর পাড়ায় বিপ্লবের বিরাট মিছিল। উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত শহরের ২২ নম্বর ওয়ার্ড। ফুল ছিটিয়ে তৃণমূল প্রার্থীকে স্বাগত জানালো মহিলারা। শনিবার সন্ধ্যায় খোদ সুকান্তর খাসতালুকে তৃণমূলের প্রমীলা বাহিনীর এমন মিছিলকে ঘিরে রীতিমতো অবরুদ্ধ হয়ে পড়ে গোটা বালুরঘাট শহর। তবে ভোট প্রচারের জন্য বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের বাড়ির রাস্তাকেই কেন বেছে নিয়েছিলেন বিপ্লব মিত্র যে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে গোটা বালুরঘাট শহর জুড়ে। যদিও এর কোন সুনির্দিষ্ট কারন ব্যাখ্যা করেন নি তৃণমূল প্রার্থী। জানা গেছে এদিন বালুরঘাট শহরের হিলি মোড় থেকে কয়েকশো কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে এক বিরাট প্রচার র্যালি বের করে তৃণমূল নেতৃত্বরা। প্রার্থী বিপ্লব মিত্র কে সঙ্গে নিয়ে মেইন রোড ধরে সাধনা মোড় হয়ে সেই র্যালি পৌঁছায় সোজা খাদিমপুর মাস্টার পাড়া এলাকায়। শহরের ২২ নম্বর ওয়ার্ডের সেই মাস্টার পাড়াতেই বাড়ি বিজেপির রাজ্য সভাপতি তথা পদ্মপ্রার্থী সুকান্ত মজুমদারের। যার বাড়ির সামনে দিয়েই এদিন বিপ্লব মিত্রর সমর্থনে তৃণমূলের বিরাট র্যালিটি বেরিয়ে যায় শহরের অনান্য ওয়ার্ডে। আর যাকে ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে শহরজুড়ে। যদিও সুকান্ত মজুমদারের বাড়ির সামনের রাস্তা দিয়ে এই র্যালি নিছকই প্রচার বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র।
অন্যদিকে এদিন সন্ধ্যায় শহরজুড়ে একটি মিছিল করে ভোট প্রচারে বের হয় বামপ্রার্থী জয়দেব সিদ্ধান্তও। শহরের নাট্যমন্দির থেকে বের হওয়া ওই মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। যে মিছিল থেকেই বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত হাতজোড় করে ভোটারদের তাকে জয়ী করার আহ্বান জানান।