বালুরঘাটে সাহিত্য সন্ধ্যা, বিকাশ ভট্টাচার্যের উপস্থিতিতে ‘বৈশাখী’ উপন্যাসের মোড়ক উন্মোচন

0
53

বালুরঘাটে সাহিত্য সন্ধ্যা, বিকাশ ভট্টাচার্যের উপস্থিতিতে ‘বৈশাখী’ উপন্যাসের মোড়ক উন্মোচন

বালুরঘাটে সাহিত্যপ্রেমীদের জন্য রবিবার ছিল বিশেষ দিন। নাট্যতীর্থে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল লেখক সনাতন পালের নতুন উপন্যাস ‘বৈশাখী’। ১৯৬ পাতার এই উপন্যাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ ও বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
অনুষ্ঠানে উপস্থিত সাহিত্যপ্রেমী ও বিশিষ্টজনদের সামনে বইয়ের মোড়ক উন্মোচন করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সমাজ ও সাহিত্যের মধ্যে যোগসূত্র অটুট। সময়ের সংকট ও সামাজিক অবক্ষয়ের বাস্তব চিত্র সাহিত্যের মধ্য দিয়েই সবচেয়ে শক্তভাবে উঠে আসে।
লেখক সনাতন পাল জানান, ‘বৈশাখী’ মূলত সামাজিক অবক্ষয়, মূল্যবোধের স্খলন ও দুর্নীতির বেড়াজালে আবদ্ধ সমাজব্যবস্থার প্রতিচ্ছবি। তাঁর কথায়, “এই উপন্যাস সমাজকে প্রশ্ন করতে শেখাবে। কোথায় দাঁড়িয়ে আমরা— সেই আত্মসমালোচনার জায়গাটাই তুলে ধরার চেষ্টা করেছি।” তিনি মনে করেন, এই উপন্যাস সমাজের উপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।
লেখালেখির প্রতি দীর্ঘদিনের নেশা ও দায়বদ্ধতাই এই উপন্যাস রচনার প্রেরণা বলে জানান সনাতন পাল। বৈশাখী’ তাই শুধু একটি উপন্যাস নয়, সমাজকে নতুন করে ভাবার এক সাহিত্যিক আহ্বান।সাহিত্যপ্রেমীদের মতে, সমকালীন সমাজবাস্তবতার প্রতিফলন ঘটানো এই উপন্যাস পাঠকমহলে আলাদা জায়গা করে নেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here