বালুরঘাটে ভোটার তালিকায় গুজরাট-বাংলা সংযোগ!

0
100

বালুরঘাটে ভোটার তালিকায় গুজরাট-বাংলা সংযোগ! একই এপিক নম্বরে দুইজন, চাঞ্চল্য শহরে

বালুরঘাট, ৩ মার্চ ——– ভোটের আগে ভোটার তালিকায় চমকপ্রদ কারচুপি! এক নম্বর, দুই ভোটার—একজন পশ্চিমবঙ্গের, আরেকজন গুজরাটের! বালুরঘাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ভোটার যাচাই অভিযানে উঠে এল এক অবিশ্বাস্য তথ্য। শহরের বাসিন্দা ডালিয়া রায় এবং গুজরাটের ভবেশ ভাই প্রজাপতি—দুজনের পরিচয় আলাদা, রাজ্য আলাদা, অথচ ভোটার পরিচয়পত্রের (এপিক নম্বর) নম্বর এক!

সোমবার এই ঘটনা সামনে আসতেই শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের দাবি, “ভোটার তালিকায় ব্যাপক জালিয়াতি চলছে, গণতন্ত্র রক্ষা করতে তদন্ত দরকার।”

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যজুড়ে ভুয়া ভোটার চিহ্নিতকরণের অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের মধ্যেই এমন গরমিল সামনে আসায় তীব্র বিতর্ক শুরু হয়েছে।

বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, “ভোটার তালিকা স্ক্রুটিনি করতে গিয়েই এই অবিশ্বাস্য ঘটনা ধরা পড়েছে। আমরা দলের উচ্চ নেতৃত্ব এবং নির্বাচন কমিশনকে জানাচ্ছি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্লেষকদের মতে, ভোটের আগে এমন ঘটনা নির্বাচন প্রক্রিয়াকে কলঙ্কিত করছে। গুজরাট ও বাংলার মধ্যে এই অস্বাভাবিক সংযোগ কীভাবে সম্ভব হল? কারা এর পিছনে? বড়সড় চক্রান্তের ইঙ্গিত দেখছে রাজনৈতিক মহল। এখন প্রশ্ন একটাই—নির্বাচন কমিশন কি কড়া ব্যবস্থা নেবে, নাকি এই ঘটনা হারিয়ে যাবে রাজনৈতিক তরজায়? গোটা রাজ্যের নজর এখন তার দিকেই!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here