বালুরঘাটে বিনোদিনীর মঞ্চে সাংস্কৃতিক ঝলক, শুরু পাঁচ দিনের নাট্যমহোৎসব

0
39

বালুরঘাটে বিনোদিনীর মঞ্চে সাংস্কৃতিক ঝলক, শুরু পাঁচ দিনের নাট্যমহোৎসব

বালুরঘাটের রবীন্দ্রভবনে বুধবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠল ‘বিনোদিনী নাট্যউৎসব ২০২৫’–এর। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চাকেন্দ্রের উদ্যোগে এবং দক্ষিণ দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হয়েছে পাঁচ দিনের এই নাট্যমহোৎসব।

উৎসব শুরুর আগে বিকেলে রবীন্দ্রভবন থেকে শহর পরিক্রমা করে ফেরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। মুখোশনৃত্য, লোকশিল্প ও বাদ্যযন্ত্রের ছন্দে রাস্তাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্র। যেখানে এদিন উপস্থিত ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বিশিষ্টজনেরা।

২৬ থেকে ৩০ নভেম্বর—এই পাঁচ দিন প্রতিদিন সন্ধ্যা ছ’টা থেকে মঞ্চস্থ হবে দুটি করে নাটক। দর্শকদের ভিড়ে ইতিমধ্যেই উৎসব প্রাঙ্গণে জমেছে উচ্ছ্বাস। অভিনয়ের আলোয় শহরের সাংস্কৃতিক পরিসর আবারও জেগে উঠেছে নতুন উন্মাদনায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here