পিন্টু কুন্ডু , বালুরঘাট, ৪ আগস্ট ––– বালুরঘাট থানার পুলিশ আবাসন সংলগ্ন বিশাল এলাকা পুনরুদ্ধারে মাঠে নামল পুলিশ প্রশাসন । পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের চকভবানী রথতলা এলাকায় প্রায় ৩ একর ২২ শতক অব্যবহৃত জমি পড়ে রয়েছে বলে সূত্রের খবর । বুধবার সকাল থেকে যার মাপজোক করতে জোর তৎপর হয় দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। শুরু হয় আবাসনের চারপাশে মাপজোক করার প্রক্রিয়া। জঙ্গল ভর্তি ওই এলাকা পরিষ্কারের মাধ্যমেই আধুনিকীকরণ করা হবে পুলিশ আবাসন চত্বরের বলে সূত্রের খবর । যেখানে গড়ে উঠতে পারে সুইমিংপুল ও শিশুউদ্যান ছাড়াও একাধিক মনোরঞ্জন কেন্দ্র বলেও সুত্রের খবর। আর যার কারনেই এদিন রেভিনিউ অভিসার অরুণ দাসের নেতৃত্বে চারজনের বিশেষ টিম পুলিশের ওই জমির মাপজোক প্রক্রিয়া সম্পন্ন করেন । উল্লেখ্য, দীর্ঘ বছর ধরে ওই এলাকায় পুলিশের আবাসন থাকলেও বহু ফাকা জঙ্গলেপুর্ন সরকারি জমি সেখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে । বেশকিছু এলাকা জবর দখলও করা হয়েছে বলেও খবর । আর যারপরেই কিছুটা পুলিশি তৎপরতায় এদিন ওই জমির মাপজোক প্রক্রিয়া শুরু হয়।
ভূমি আধিকারিক অরুণ দাস জানিয়েছেন, তারা শুধুমাত্র মাপ যোগ করতে এসেছেন । সঠিক কারণ পুলিশ প্রশাসনই বলতে পারবে ।
Home বাংলা উত্তর বাংলা বালুরঘাটে পুলিশ আবাসনের অব্যবহৃত জমি পুনরুদ্ধারে মাঠে নামল প্রশাসন, পুলিশকে সঙ্গে নিয়ে...