বালুরঘাটে দিনদুপুরে দুঃসাহসিক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোরের কাণ্ড

0
564

বালুরঘাটে দিনদুপুরে দুঃসাহসিক চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোরের কাণ্ড

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৮ জানুয়ারী—– জনবহুল বালুরঘাট বাসস্ট্যান্ডে শুক্রবার দিনের আলোতেই ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা। কুন্ডু এন্টারপ্রাইজ নামে লৌহ সামগ্রী বিক্রির একটি দোকানের ক্যাশ কাউন্টার থেকে নগদ অর্থ লোপাট করল এক দুষ্কৃতী। পুরো ঘটনাটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ফুটেজে, যা সামনে আসতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, চুরির সময় দোকানের মালিক সন্দীপ কুন্ডু অনুপস্থিত ছিলেন। তাঁর বাবা চা আনতে বাইরে গেলে, দোকানের ক্যাশ কাউন্টার ভুলবশত তালা খোলা অবস্থায় পড়ে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে এক অপরিচিত ব্যক্তি দোকানে ঢুকে ক্যাশ কাউন্টার থেকে মোটা অঙ্কের নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

দোকানের মালিক সন্দীপ কুন্ডু বলেন, “দুষ্কৃতীকে সিসিটিভিতে স্পষ্ট দেখা গেলেও সে আমাদের পরিচিত নয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। আশা করছি, অপরাধী দ্রুত ধরা পড়বে।”

বালুরঘাট বাসস্ট্যান্ড, যা শহরের অন্যতম ব্যস্ত এলাকা, সেখানে এমন দুঃসাহসিক ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এক স্থানীয় ব্যবসায়ী বলেন, “আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। সিসিটিভি থাকা সত্ত্বেও যদি এমন ঘটনা ঘটে, তাহলে আমরা কীভাবে নিরাপদ থাকব?”

বালুরঘাট থানার পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। অপরাধীকে শনাক্ত করতে একাধিক দল মাঠে নেমেছে। পুলিশ জানায়, “ফুটেজ দেখে দুষ্কৃতীকে শনাক্ত করার চেষ্টা চলছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।”

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন। তাঁরা জানিয়েছেন, বালুরঘাট বাসস্ট্যান্ডের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

দিনের বেলা শহরের কেন্দ্রে এমন চুরির ঘটনা শহরের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। পুলিশি তদন্তের ফলাফলের দিকেই এখন তাকিয়ে পুরো শহর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here