বালুরঘাটে জেলা সন্মেলনে নেতৃত্বে রদবদল! ট্রাক মালিক সংগঠনের সভাপতি পদে বসলো প্রকাশ বসাক
বালুরঘাট, ৬ এপ্রিল —— রোদ পুড়ে, বৃষ্টি ভিজে পণ্য পৌঁছে দেয় যে বাহন, সেই ট্রাকের নেপথ্যের কারিগরদের নিয়েই দক্ষিণ দিনাজপুরের বুকে উঠল এক নতুন সূর্য। রবিবার, বালুরঘাটে তৃতীয় জেলা সম্মেলনে সংগঠনের নেতৃত্বে এলো বড়সড় রদবদল।
রপ্তানিনির্ভর অথচ শিল্পবঞ্চিত এই জেলায়, ট্রাক মালিকদের স্বার্থরক্ষায় গঠিত হল ২৫ জনের পূর্ণাঙ্গ কমিটি। সভাপতি শ্যামল সাহাকে সরিয়ে কমিটির শীর্ষে বসলেন গঙ্গারামপুরের পরিচিত সংগঠক প্রকাশ বসাক।
ট্রাক মালিক মহলে এই বদল যেন ট্রাকের গিয়ার বদলের মতোই—গতি ও দিকনির্দেশ দুই-ই পাল্টে দেবে, এমনটাই আশা সংগঠনের ভিতরে-বাইরে।
সহ-সম্পাদক হিসেবে এবার জায়গা পেয়েছেন গৌতম বসাক, দীপঙ্কর মৈত্র ও বাবলু বসাক। সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, পুরনো অভিজ্ঞতায় ভরসা রেখে, নিজের পদে বহাল। তিনি বলেন, “কমিটিতে এবার নতুন রক্ত ঢুকেছে। ২৩ জনের পুরনো কাঠামো ভেঙে এবার ২৫ জনের এক শক্ত ভিত গড়েছি। মালিকদের প্রতিদিনকার সমস্যাই আমাদের দিশারী।”
নতুন সভাপতি প্রকাশ বসাক বললেন, “এই দায়িত্ব শুধু নেতৃত্ব নয়, এটা ট্রাক মালিকদের কণ্ঠস্বর হয়ে ওঠার সুযোগ। বালুরঘাট থেকে হিলি—প্রতিটি মালিকের স্বার্থেই আমরা মাঠে নামব।”
জেলা জুড়ে এই নেতৃত্ব পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই আলোড়ন। একাংশ বলছেন, “নেতৃত্বের এই চালবদল হয়তো সংগঠনকে পৌঁছে দেবে সেই জায়গায়, যেখান থেকে ঠিকঠাক দাবি জানানো যাবে প্রশাসনের দরজায় দাঁড়িয়ে।”
এবার শুধু দেখার, এই নতুন চালক রাস্তায় ঠিক কোন গন্তব্যে নিয়ে যান দক্ষিণ দিনাজপুরের ট্রাক মালিকদের।