বালুরঘাট : টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন শনিবার বালুরঘাটে এসে তাঁদের আসন্ন ছায়াছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’-এর প্রচারে অংশ নিলেন। বিকেলে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছবির ট্রেলার লঞ্চ করা হয়।
অনুষ্ঠানে অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শাহেনশা মোল্লা-সহ বিশিষ্টরা।
ছবির প্রচারে এসে মঞ্চে নতুন ছবির একটি গানে পারফর্ম করেন দুই তারকা। পাশাপাশি সেই মঞ্চ থেকেই প্রকাশ করা হয় ছবির একটি গান। তারকাদের ঘিরে ভিড় জমায় অসংখ্য অনুরাগী। গোটা অনুষ্ঠান জুড়ে দর্শকদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।























