বালুরঘাটের রাজুয়ায় বাংলাদেশী যুবক সহ গ্রেফতার ভারতীয়, তদন্তে বড় চক্রের ইঙ্গিত

0
167

বালুরঘাটের রাজুয়ায় বাংলাদেশী যুবক সহ গ্রেফতার ভারতীয়, তদন্তে বড় চক্রের ইঙ্গিত

বালুরঘাট, ২৭ ডিসেম্বর —- আবারও অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার বিকেলে বালুরঘাট থানার পুলিশ রাজুয়ার এক বাড়ি থেকে বাংলাদেশী যুবক মহসিন মন্ডল (২৩) এবং আশ্রয়দাতা মোক্তার মন্ডলকে গ্রেফতার করেছে। ধৃত মহসিনের বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার পলিপাড়ায় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই স্থানীয় বাসিন্দা মোক্তার মন্ডল এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন বলে সন্দেহ। রাজুয়ার বাসিন্দাদের একাংশের দাবি, মোক্তার অনুপ্রবেশকারীদের আড়াল করে পাচারের কাজে সহযোগিতা করতেন। গ্রেফতার হওয়া বাংলাদেশী যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি গত আটদিন ধরে মোক্তারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি মিলেছে। কেন মহসিন মোক্তারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। পুলিশের ধারণা, এর পিছনে কোনো সংগঠিত পাচার চক্র থাকতে পারে।

ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানিয়েছেন, ধৃতদের জেরা করে পুরো ঘটনার গভীরে যাওয়া হবে।

এদিকে এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ প্রশাসনের তৎপরতায় রাজুয়ার বাসিন্দারা সন্তুষ্ট হলেও, তারা দ্রুত এই চক্রের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here