বালুরঘাটের চকভৃগুতে বাসনের দোকানের আড়ালে মাদক পাচারের কারবার। হাতেনাতে ধরা পড়ল দুই পাচারকারী
বালুরঘাট, ২৪ নভেম্বর —– দেখতে সাধারণ এক বাসনের দোকান। বাইরে থালা–বাটি, হাঁড়ি–কড়াই সাজানো। প্রতিদিনের মতোই ভিড় জমে। কিন্তু এই দোকানেরই অন্দরেই লুকিয়ে ছিল চোরাপথে ছড়িয়ে থাকা এক বড় মাদকচক্রের কেন্দ্র! বালুরঘাট শহরের ব্যস্ত চকভৃগু বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি গোপন অভিযানে ফাঁস হল সেই গোপন সাম্রাজ্য। সোমবার বিকেলে হানা দিয়েই উদ্ধার হয় ১০ প্যাকেট নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, যার বাজারদর অন্তত পাঁচ লক্ষ টাকার বেশি।
ধৃত দুই অভিযুক্ত—রাজু দত্ত ও কৃষ্ণ রবিদাস। রাজু সেই দোকানের মালিক, বাড়ি বালুরঘাটের প্রাচ্য ভারতীতে। অন্যদিকে কৃষ্ণর বাড়ি হিলির বাসুদেবপুরে। দীর্ঘদিন ধরেই দোকানের আড়ালে মাদকপাচারের গোপন রুট চালু রেখেছিল তারা—এমনই সন্দেহ পুলিশের। তদন্তে জানা যাচ্ছে, দিনের ব্যস্ততায় সাধারণ ক্রেতার চোখে ধুলো দিয়ে রাতে বা নির্জন সময়ে সুকৌশলে হাতবদল হত ইয়াবার প্যাকেটগুলি।
পুলিশের প্রাথমিক অনুমান, এই কারবার শুধুই স্থানীয় নয়। বালুরঘাট হয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ইয়াবা পাচার করাই ছিল এই নেটওয়ার্কের মূল লক্ষ্য। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ দেখে আরও বড় চক্রের অস্তিত্ব নিয়ে নিশ্চিত তদন্তকারীরা।
ডিএসপি সদর বিক্রম প্রসাদ বলেন, “বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। দোকানের ভেতর থেকেই নিষিদ্ধ ইয়াবা উদ্ধার হয়েছে। ধৃতদের রিমান্ডে নিয়ে তাদের পেছনের গোটা চক্রটি চিহ্নিত করা হবে।”
শহরের ব্যস্ততম এলাকায় এতদিন ধরে এমন বিপজ্জনক কারবার চললেও নজরদারির ফাঁক কীভাবে রয়ে গেল—এ প্রশ্নে এখন তোলপাড় বালুরঘাট। স্থানীয়দের আতঙ্ক, ‘বাসনের দোকানের আড়ালে যদি মাদক লুকিয়ে থাকে, তবে নিরাপত্তা কোথায়?’




















