বালুরঘাটের কবিতীর্থ পাড়ায় রহস্যমৃত্যু! শোবার ঘর থেকে সত্তোরোর্ধ বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য
বালুরঘাট, ১৫ আগষ্ট —– শোবার ঘর থেকে সত্তোরোর্ধ বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার কে ঘিরে রহস্য। শুক্রবার দুপুর থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের কবিতীর্থ পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই বৃদ্ধার নাম সবিতা দেবনাথ (৭০)। ভাড়া বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করে একাকি জীবিকা নির্বাহ করতেন তিনি। যেখান থেকেই এদিন সকালে পচা দুর্গন্ধ বের হতে দেখে স্থানীয়রা। প্রতিবেশীদের দেওয়া খবরে বাড়ি মালিক ছুটে এসে ঘর খুলতেই চোখ কপালে ওঠে তার। বৃদ্ধ সবিতা দেবনাথের নিথর পচাগলা দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেই খবর দেওয়া হয় বালুরঘাট থানায়। যার পরেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। এদিন পচা দুর্গন্ধ বের হবার কারনেই তা জানতে পেরেছে প্রতিবেশীরা। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
বাড়ি মালিক প্রীতম ভৌমিক বলেন, বাড়ি ভাড়া নিয়ে ভিক্ষে করেই দিনযাপন করতেন ওই বৃদ্ধা। একাকি থাকবার কারনে কবে তার মৃত্যু হয়েছে কেউই তা জানতে পারেনি। প্রতিবেশীরা পচা দুর্গন্ধ পাবার পর ওই বৃদ্ধার ঘরের দরজা খুলতেই তাকে মৃত অবস্থায় দেখতে পেয়েছেন।