বামপন্থী ধর্মঘটে বংশীহারী থানার আইসির “থাপ্পড়” বিতর্ক, সিপিএম নেতাকে মারধরের অভিযোগে উত্তেজনা দক্ষিণ দিনাজপুরে,আন্দোলনে বামেরা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ৯ জুন দক্ষিণ দিনাজপুর কেন্দ্রীয় শ্রমকোড বাতিলের দাবিতে দেশজুড়ে ডাকা সাধারণ ধর্মঘট দক্ষিণ দিনাজপুর জেলায় প্রভাব ফেলে। বালুরঘাট, গঙ্গারামপুর ও বংশীহারী শহর জেলাজুড়ে সরকারি বাস চললেও যাত্রী ছিল হাতে গোনা, বেসরকারি বাস চলাচল কার্যত বন্ধ থাকে।
বংশীহারীতে ধর্মঘটের সমর্থনে পথে নামেন বাম শ্রমিক সংগঠনের কর্মীরা। পিকেটিং চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএমের বংশীহারী এরিয়া কমিটির সদস্য মাজেদার রহমান। অভিযোগ,সেই সময় বংশীহারী থানার আইসি অসীম গোপ তাঁকে প্রকাশ্যে চড় মারেন।এরপর পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।ঘটনার পরই বাম কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান। সিপিএমের বংশীহারী এরিয়া সম্পাদক বাবলু চন্দ্র দে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আইসি অসীম গোপ একজন অফিসার না তৃণমূলের গুন্ডা? তিনি আমাদের কর্মীকে চড় মেরেছেন—এই ঘটনার আমরা তীব্র নিন্দা করছি এবং আইনি ব্যবস্থা নেব। বালুঘাটে আন্দোলনের নেমেছে দলীয় কর্মী সমর্থকেরা।”
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বংশীহারী থানার আইসি অসীম গোপ বলেন,“চড় মারার অভিযোগ ভিত্তিহীন।পুলিশের জিপে তোলার সময় সামান্য ধাক্কাধাক্কি হয়েছে,এর বাইরে আর কিছু নয়।”
গঙ্গারামপুরে মহকুমা পুলিশ অধিকারীক দীপায়ন ভট্টাচার্য বলেন,”পুরো বিষয়টি দেখা হচ্ছে।” এই ঘটনার জেরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক নন্দলাল হাজরা অভিযোগ করে বলেন,”পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও দমনমূলক আচরণের অভিযোগ তুলে রাজ্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।” এমন ঘটনা ঘটনায় শোরগোল পড়েছে এলাকাজুড়ে।